বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ২০২৫-২৬ শিক্ষাবর্ষে যুক্তরাজ্যের সম্মানজনক গ্রেট স্কলারশিপের জন্য আবেদন গ্রহণ শুরু হয়েছে। এই বৃত্তির আওতায় বাংলাদেশি শিক্ষার্থীরা স্নাতকোত্তর পর্যায়ে পড়াশোনা করার সুযোগ পাবেন এবং প্রতিটি বৃত্তির জন্য ১০ হাজার পাউন্ড অনুদান দেয়া হবে। বাংলাদেশি মুদ্রায় যেটা ১৫ লাখ, ৭২ হাজার টাকার বেশি। যুক্তরাজ্য সরকারের গ্রেট ব্রিটেন ক্যাম্পেইন ও ব্রিটিশ কাউন্সিলের সহযোগিতায় এই বৃত্তি প্রদান করা হয়।
চলতি বছরের স্প্রিং সেমিস্টারে বাংলাদেশসহ ১৫টি দেশের শিক্ষার্থীরা এ স্কলারশিপের আওতায় যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর অধ্যয়ন করার সুযোগ পাবেন। এই বৃত্তি পাওয়ার জন্য যোগ্যতা রয়েছে স্নাতক ডিগ্রিধারী শিক্ষার্থীদের, যারা ইংরেজি ভাষায় দক্ষ এবং যুক্তরাজ্যের হায়ার এডুকেশন ইনস্টিটিউশনে পড়াশোনার আগ্রহী।
যে বিশ্ববিদ্যালয়গুলিতে আবেদন করা যাবে: এই বৃত্তির আওতায় যে বিশ্ববিদ্যালয়গুলিতে শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন, সেগুলির মধ্যে রয়েছে, কেল ইউনিভার্সিটি, লিভারপুল জন মুরস ইউনিভার্সিটি, অ্যাস্টন ইউনিভার্সিটি, ক্র্যানফিল্ড ইউনির্ভাসিটি, লাভবার্গ ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব এক্সেইটার, ইউনিভার্সিটি অব প্ল্যামাউথ,ইউনিভার্সিটি অব সারে, রবার্ট গর্ডন ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব ম্যানচেস্টার,উলস্টার ইউনিভার্সিটি। এই বিশ্ববিদ্যালয়গুলির ওয়েবসাইটে গিয়ে আবেদন প্রক্রিয়া, যোগ্যতা, এবং কোর্সের বিস্তারিত তথ্য পাওয়া যাবে।
গ্রেট স্কলারশিপে আবেদনের যোগ্যতা: গ্রেট স্কলারশিপের জন্য আবেদনকারীকে কিছু শর্ত পূরণ করতে হবে। যেগুলো হলো:
প্রকাশক মোঃ রবিউল ইসলাম।
সম্পাদক : মোঃ নাইবুর রহমান [এলএল.বি (অনার্স), এলএল.এম
(ইউডা)] । বার্তা সম্পাদক : মোঃ জাকিরুল
ইসলাম [এম.এ(ইংলিশ), বি আই ইউ। বি.এড (টি টি সি)] অফিস :
২২, পশ্চিম- ধানমন্ডি, শংকর,
ঢাকা -১২০৯, বাংলাদেশ।
ইমেইল নিউজ :editor@alochitokantho.com.bd/ alochitokantho@gmail.com
ভিজিট ওয়েব সাইট : www.alochitokantho.com.bd