এ.এইচ কামরুল, চুয়াডাঙ্গা:
দর্শনা আন্তর্জাতিক চেকপোষ্টে দিয়ে দিন-দিন যাত্রী সংখ্যা কমে যাচ্ছে ভারতে ওমিক্রন বৃদ্ধি পাওয়ায়। যে কোন মুর্হুতে বন্ধ হয়ে যেতে পারে দর্শনা আন্তজার্তিক চেকপোষ্ট। গত ১৯ শে সেপ্টেম্বর ২০২১ সালে দুই দেশের করোনোভাইরাস কমে যাওয়ায় চালু হয় দর্শনা চেকপোষ্ট। আবার ভারতের পশ্চিমবঙ্গে করোনাভাইরাস ওমিক্রন বৃদ্ধি পাওয়া এবং তা মোকাবেলায় দর্শনা আন্তর্জাতিক চেকপোষ্টে গত মঙ্গলবার (৫ জানুয়ারী) থেকে সর্বোচ্চ সতর্কতার সাথে যাত্রী যাতায়াত করছে।
দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা: আবু হেনা মোহাম্মদ জামাল শুভ জানান, দর্শনা আন্তর্জাতিক সীমান্ত চেকপোষ্টে নিয়োজিত স্বাস্থ্য কর্মকর্তারা সর্বোচ্চ সতর্কতার সাথে ভারত ফেরত পাসপোর্ট যাত্রীদের স্ক্রিনিং ও র্যাপিড এন্ট্রিজেন পরীক্ষার পর দর্শনা কাষ্টমস ও ইমিগ্রেশনে পাঠাচ্ছেন। সাথে সাথে ভারত গমনকারীদেরও স্ক্রিনিং করিয়ে পাঠানো হচ্ছে।
দর্শনা ইমিগ্রেশন ইনচার্জ এসআই আব্দুল আলীম জানান, ভারতের পশ্চিমবঙ্গে করোনাভাইরাস ও ওমিক্রন বৃদ্ধি পেয়েছে। সেখানে নতুন বিধিনিষেধ আরোপ করায় দর্শনা আন্তর্জাতিক চেকপোষ্ট দিয়ে পাসপোর্ট যাত্রী যাতায়াত অর্ধেকেরও কমে নেমে এসেছে। গত মঙ্গলবার ও বুধবার পাসপোর্টধারী যাত্রী সংখ্যা ছিলো তিন শত থেকে আড়াইশো জনের মতো। গত সপ্তাহে ছিলো ৪‘শ থেকে ৫‘শ জনের মতো। ভারতের পশ্চিমবঙ্গে করোনাভাইরাস দিন-দিন বৃদ্ধি পাওয়ায় যাত্রী সংখ্যা কমে যাচ্ছে।