৬-জানুয়ারী ২০২২ ইং রোজ বৃহশপতিবার ২২শে পৌষ ১৪২৮ বঙ্গাব্দ ২-জামাদিউস সানি ১৪৪৩ হিজরি দুপুর ১২-গঠিকায় ছৈলা হাফিজিয়া দাখিল মাদরাসা ও এতিমখানার আয়োজনে গুণিজন সংবর্ধনা ও শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। ছৈলা হাফিজিয়া দাখিল মাদরাসার সভাপতি আলহাজ্ব আব্দুল বারিকের সভাপতিত্বে ও অএ মাদরাসার সুপার মুফতি মাওলানা এখলাছুর রহমান সিদ্দিকীর সঞ্চালনায় পবিত্র মহা গ্রন্থ আলকুআন থেকে তিলাওয়াত করেন আক্তার হোসেন। শুভেচ্ছা বক্তব্য রাখেন ইমন খাঁন শিক্ষক ছৈলা হাফিজিয়া দাখিল মাদরাসা, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিউহাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে’র প্রতিষ্ঠাতা সভাপতি লাকী মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গয়াছ আহমদ চেয়ারম্যান ১২-নং ছৈলা আফজলাবাদ ইউনিয়ন, গিয়াস উদ্দিন, আমির উদ্দিন,মখদ্দুছ আলী,ফিরোজ আলী,যুক্তরাজ্য প্রবাসী দরছিজ্জামাম দরছ,লুৎফুর রহমান ফারুক,মাওলানা নুরুজ্জামান, ছাদিকুর রহমান,মখসুদ,এসময় উপস্থিত ছিলেন কাজী শহিদুল আশরাফ,মোশাহিদ আলী,হাফিজ জামিল,এলাকার মুরব্বীয়ান, যুব সমাজ,অএ মাদরাসার ছাএ শিক্ষক প্রমূখ। শীত বস্ত্র বিতরণের পূর্বে প্রধান অতিথি বিশেষ অতিথি বৃন্দকে সম্মাননা স্মারক প্রধান করা হয় এবং সভাপতির সমাপনী বক্তব্য শেষে দেশ জাতি ও বিশ্ববাসীর কল্ল্যাণে বিশেষ মোনাজাত করা হয়। প্রধাণ অতিথির বক্তব্যে নিউহাম ওয়েলফেয়ার ট্রাস্টের প্রতিষ্ঠাতা লাকী মিয়া বলেন মুফতি মাওলানা আব্দুল ওয়াদুদ লতিফি আপনাদের এলাকার কৃতি সন্তান তার ভাল কাজে সবাই সহযোগিতা করুণ। এই দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানের খেদমত করলে আখিরাতে নাজাতের উছিলা হতে পারে, বেহেশতে যাওয়া সহজ নয় আমি নিজে একটা প্রতিষ্ঠান করেছিলাম কিন্তুু টিকিয়ে রাখতে পারনি সকলের প্রচেষ্টায় এখান থেকে হাফিজ আলিম তৈরী হবে ওদের দোয়ার বদৌলতে আমরাও বেহেশতের আশা করতে পারি। আমরা মানুষ সব সময় দুই ভাগে বিভক্ত, কেউ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি কেউ নামাজ না পড়ে বলে আমি নামাজ না পড়লেও ঈমান আছে, নামাজ না পড়ে কিসের ঈমান? নামাজ না পড়লে জাহান্নামের আগুনে জ্বলতে হবে তাই সকল ভেদাবেদ ভূলে গিয়ে মিলে মিশে চলি আর মুফতি আব্দুল ওয়াদুদ লতিফি কোন ভূল করলে তাকে ক্ষমার দৃষ্টিতে দেখুন। আজকে আমরা এখানে সামান্য শীত বস্ত্র বিতরণ করেছি ইনশাআল্লাহ আগামীতে আরও অনেক বেশী বিতরণ করবো আমার কথা বার্তায় কোন ভূল হলে ক্ষমা করবেন সকলের সু স্বাস্থ্য ও দীর্ঘায়ূ কামনা করছি।
সর্ম্পকিত খবর সমূহ.
December 11, 2024