বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি- শুকনা মৌসুমে ধুলা আর বর্ষায় কাদামাখা মেঠো পথ পাড়ি দিয়ে কৃতিত্বের সঙ্গে দাখিল সম্পন্ন করেছিলেন দিনাজপুরের বিরামপুর উপজেলার সীমান্তবর্তী গ্রাম দক্ষিণ দাউদপুরের দুই মেয়ে ফারহানা আক্তার ও সাদিয়া তামান্না। আলিমের গণ্ডি পেরোতে গ্রাম থেকে সাত কিলোমিটার দূরের মাদ্রাসায় যেতে হয়েছে তাঁদের। সেখানে ভালো ফল করে এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছেন এই দুজন। তাঁরা এ গ্রামের প্রথম। ৬ মার্চ ঢাকা বিশ্ববদ্যালয়ের খ ইউনিট তথা কলা, আইন ও সামাজিক বিজ্ঞান অনুষদে ভর্তির জন্য উত্তীর্ণ হয়েছেন দুই সহপাঠী। ভর্তি পরীক্ষার ফলাফলে ফারহানার মেধাক্রম ৬৭৩। আর তামান্নার মেধাক্রম ৭২১। আজ মঙ্গলবার দুপুর একটায় উপজেলা কার্যালয়ে বিরামপুর উপজেলার নির্বাহী অফিসার নুজহাত তাসনীম আওন এই দুই মেধাবী শিক্ষার্থী কে আর্থিক সহযোগিতা সহ শুভেচ্ছা ও অভিনন্দন জানান । এ সময় তাদের পিতা-মাতাও উপস্থিত ছিলেন। এছাড়াও উপজেলা নির্বাহী অফিসার নুজহাত তাসনীম আওন আরো বলেন দুজন মেধাবী শিক্ষার্থী কে সার্বিক সহযোগিতা করা হবে এ মর্মে আশ্বস্ত করেন এছাড়া তিনি তাদের পিতামাতাদের সঙ্গে কৌশল বিনিময় করেন।
প্রকাশক মোঃ রবিউল ইসলাম।
সম্পাদক : মোঃ নাইবুর রহমান [এলএল.বি (অনার্স), এলএল.এম
(ইউডা)] । বার্তা সম্পাদক : মোঃ জাকিরুল
ইসলাম [এম.এ(ইংলিশ), বি আই ইউ। বি.এড (টি টি সি)] অফিস :
২২, পশ্চিম- ধানমন্ডি, শংকর,
ঢাকা -১২০৯, বাংলাদেশ।
ইমেইল নিউজ :editor@alochitokantho.com.bd/ alochitokantho@gmail.com
ভিজিট ওয়েব সাইট : www.alochitokantho.com.bd