লিপন খান, কিশোরগঞ্জ প্রতিনিধি ঃ
কিশোরগঞ্জের করিমগঞ্জ থেকে তিনটি স্বর্ণের বারসহ এক প্রতারককে গ্রেফতার করেছে র্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল।গ্রেফতার আক্তার হোসেন(৪৪) চাঁদপুর জেলার কচুয়া উপজেলার বজরিখালা এলাকার আবদুল আউয়ালের ছেলে।সোমবার, ১০ জানুয়ারি বিকেল ৪টায় এক ভূক্তভোগির অভিযোগের প্রেক্ষিতে অনুসন্ধান ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে করিমগঞ্জ উপজেলার নিয়ামতপুর বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছেন র্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার (উপ-পরিচালক) লেফটেন্যান্ট কমান্ডার (বিএন) এম. শোভন খান।প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, র্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, নকল স্বর্ণের বার দেখিয়ে সাধারণ মানুষকে বিভিন্ন প্রলোভনের মাধ্যমে একটি প্রতারক চক্র দীর্ঘদিন ধরে কিশোরগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় প্রতারনার মাধ্যমে টাকা পয়সা ও অন্যান্য মূল্যবান স্বর্ণ অলংকার নিয়ে আসছিল। গত ৭ জানুয়ারি সকাল ১০ টার দিকে ওই প্রতারক চক্র নকল স্বর্ণের বার প্রদানের মাধ্যমে ২টি স্বর্ণের কানের দুল ও ২টি স্বর্ণের রুলি প্রতারনা করে নিয়ে যায় মর্মে একটি অভিযোগ পাওয়া যায়। উক্ত অভিযোগের ভিত্তিতে উক্ত প্রতারক চক্রের সদস্যদের গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়।পরে গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা নজরদারী চালিয়ে সোমবার বিকেল ৪টায় প্রতারক চক্রের এক সদস্যকে গ্রেফতার করা হয়।উক্ত ঘটনা সংক্রান্তে গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানায় হস্থান্তর করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.