মোঃ রেজাউল করিম, ঈদগাঁও, কক্সবাজার।
ঈদগাঁওতে শতাধিক শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ করলো “প্রজেক্ট হ্যাপিনেজ” নামে পথ শিশুদের কল্যাণমূলক একটি সংগঠন। ঈদগাঁও বাজার, বাস স্টেশন, রশিদ আহমদ কলেজ গেইট ও বঙ্কিম বাজারে অসহায় ও দুস্থদের মাঝে গতরাতে এসব কম্বল বিতরণ করা হয়। সংগঠনের দ্বিতীয় মহতী কার্যক্রমের অংশ হিসেবে গভীর রাতে অলিগলি ঘুরে এ কর্মসূচি বাস্তবায়ন করে সংগঠনের ১০ স্বেচ্ছাসেবী নেতৃবৃন্দ।
এর প্রতিষ্ঠাতা জামশেদ বিন নুরী জানায়, প্রজেক্ট হ্যাপিনেজের উদ্দেশ্য হলো অসহায় মানুষ ও পথশিশুদের পাশে দাঁড়ানো। আমাদের কার্যক্রম চলমান থাকবে। সবারই উচিত পথশিশু ও অসহায়দের পাশে দাঁড়ানো। মানবতার জয় হোক।
সংগঠনের উদ্যোক্তা রেমিটেন্স যোদ্ধা সরওয়ার কামাল জানান, ভালো কাজে কোন দিনও না করতে নেই। হোক সেটা অসহায়ের জন্য, হোক সেটা পথশিশুদের জন্য। একজন রেমিটেন্স যোদ্ধা হিসেবে অসহায় ও পথশিশুদের পাশে থাকতে পেরে আমি নিজেকে অনেক ধন্য মনে করছি। অন্যদেরও উচিত অসহায় মানুষের পাশে দাঁড়ানো।
সহকারি প্রতিষ্ঠাতা নাবিল মোহাম্মদ রেজা জানায়, প্রজেক্ট হ্যাপিনেজ সকলেরই। চলুন সবাই এক সাথে মানবতার কাজে হাত বাড়াই।
কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতা করেছে শওকত উসমান মিছবাহ (রেমিটেন্স যোদ্ধা )। উপস্থিত ছিলেন নাবরাজ, জাওদ, তারেক, নিথিল, ফারুক, ওসমান, আলভী ও আজাদ।
উদ্যোক্তারা জানান, ভবিষ্যতে এ সংগঠনের উদ্যোগে জনকল্যাণমূলক নানা পদক্ষেপ বাস্তবায়ন করা হবে।