(নাটোর)বিশেষ প্রতিনিধিঃ
নাটোরের লালপুরের আজিমনগর থেকে বগুড়ার আদমদীঘির সান্তাহার রেলস্টেশনের পাশে গড়ে ওঠা শতাধিক অবৈধ দোকান উচ্ছেদে অভিযান কার্যক্রম শুরু করেছেন রেলওয়ে পশ্চিমাঞ্চলের কর্মকর্তারা।
গতকাল সোমবার প্রথম দিনে আজিমনগর থেকে ছয়টি রেলওয়ে স্টেশনের উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।
পশ্চিমাঞ্চল পাকশি বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক মো. শাহীদুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে উপস্থিত ছিলেন, বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা মো. নাসির উদ্দিন, বিভাগীয় প্রকৌশলী-২ মো. আব্দুর রহিম, কমান্ড্যান্ট রেলওয়ে নিরাপত্তা বাহিনী মোরশেদ আলমসহ সহকারী কর্মকর্তা ও রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যবৃন্দ।
বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক মো. শাহীদুল ইসলাম বলেন, রেলওয়ে স্টেশন, লেভেল ক্রসিং গেট ও রেললাইনের দুই পাশে অবৈধ স্থাপনা গড়ে তুলে ব্যবসা করত একটি মহল। যত্রতত্র স্থাপনা গড়ে ওঠার ফলে ট্রেন চলাচল হুমকির মুখে পড়ে এবং স্টেশনে পরিষ্কার-পরিচ্ছন্নতা বিঘ্নিত হয়।
বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা মো. নাসির উদ্দিন বলেন, লেভেল ক্রসিং গেটের দুই পাশে অবৈধ স্থাপনা গড়ে ওঠায় সড়কপথে আসা যানগুলো ট্রেনের আগমন বুঝতে পারত না। ফলে তারা কোনো সতর্কতা ছাড়াই অনেক সময় রেললাইনের ওপর উঠে আসত, যার ফলে বিভিন্ন সময়ে দুর্ঘটনা ঘটত। এ ছাড়া ব্যবসায়িক জিনিসপত্র রেললাইনের ওপর ও রেললাইনের ধারে জমা করে রাখায় ট্রেন চলাচলে বিঘ্ন সৃষ্টি হতো। এসব স্থানে মাদকের আড্ডাও গড়ে উঠত বলে অভিযোগ পাওয়া যায়
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.