[১১ জানুয়ারি ২০২২ খ্রি.]
রাঙ্গামাটি পার্বত্য জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মীর মোদ্দাছ্ছের হোসেন মহোদয়ের সভাপতিত্বে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে পুলিশ সদস্যদের মাসিক কল্যাণ সভা ও ডিসেম্বর/২০২১খ্রি. মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত ভিডিও কনফারেন্সে রাঙ্গামাটি জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাসহ সকল থানা, ফাঁড়ি ও ক্যাম্পের ইনচার্জগণ সংযুক্ত ছিলেন।
সভায় সভাপতি মহোদয় পুলিশ সদস্যদের পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করার নির্দেশ প্রদান করেন। মাদক উদ্ধার, ওয়ারেন্ট তামিল, আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রন, বিট পুলিশিং, সাইবার বুলিং, কিশোর গ্যাং, নারীর প্রতি ডিজিটাল ভায়োলেন্স ও করোনা ভাইরাস এর ভ্যারিয়েন্ট ওমিক্রন সম্পর্কিত সামাজিক জনসচেতনতা বৃদ্ধি সংক্রান্তে বিভিন্ন বিষয়ে দিক-নির্দেশনা প্রদান করেন।
এছাড়াও ডিসেম্বর/২০২১ খ্রি. মাসের অভিন্ন মানদন্ডের আলোকে বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাদের শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত করা হয়।
জেলার শ্রেষ্ঠ সার্কেল অফিসার হিসেবে নির্বাচিত হন জনাব মোহাম্মদ আব্দুল আওয়াল চৌধুরী, সিনিয়র সহকারী পুলিশ সুপার (বাঘাইছড়ি সার্কেল), রাঙ্গামাটি পার্বত্য জেলা।
শ্রেষ্ঠ অফিসার ইনর্চাজ হিসেবে নির্বাচিত হন জনাব মো: ইকবাল বাহার চৌধুরী, চন্দ্রঘোনা থানা, রাঙ্গামাটি পার্বত্য জেলা।
শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক(তদন্ত) হিসেবে নির্বাচিত হন জনাব মোহাম্মদ আফজাল হোসাইন, কোতয়ালী থানা, রাঙ্গামাটি পার্বত্য জেলা।
শ্রেষ্ঠ এসআই(নিঃ) হিসেবে নির্বাচিত হন জনাব দয়াল হরি ভৌমিক, লংগদু থানা, রাঙ্গামাটি পার্বত্য জেলা।
শ্রেষ্ঠ এএসআই(নিঃ) হিসেবে নির্বাচিত হন জনাব মো: জাহেদুল ইসলাম, কাপ্তাই থানা, রাঙ্গামাটি পার্বত্য জেলা।
শ্রেষ্ঠ থানা নির্বাচিত হয় বরকল থানা, রাঙ্গামাটি পার্বত্য জেলা।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.