মোঃ সাজ উদ্দিন সাজু, সিলেট জেলা প্রতিনিধি:
সিলেট জেলার জৈন্তাপুর থানা পুলিশের অভিযানে ধর্ষণ মামলার পলাতক আসামী ও নব্য ভারতীয় নাগরিক আটক।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিত্বে জৈন্তাপুর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম দস্তগীর আহমেদ এর নির্দেশে এস.আই কাজী শাহেদ আহমদ ও শফিক এর নেতৃত্বে একদল পুলিশ উপজেলার চারিকাটা ইউনিয়নের ভিত্রিখেল গুচ্ছ গ্রামের মৃত প্রজেস বিশ্বাস এর ছেলে সুজিত নম বিশ্বাস (২২) আটক। তার বিরুদ্ধে নারী শিশু ধর্ষণ নির্যাতন দমন আইনের ৯(১) ধারায় ১৮ জুন ২০২০ সনে মামলা হয় (মামলা নং-১৭)।
পুলিশ আরও জানায় মামলা দায়ের হওয়ার পর হতে আসামি সীমান্ত অতিক্রম করে ভারতে পালিয়ে যায়। ভারতে তার বোনের বাড়ীতে আত্মগোপন করে এবং তার বোনের সহায়তায় রনি রায় নামে ভারতীয় নাগরিকত্ব তৈরী করে (নাগরিকত্ব নাম্বার KJT9239182)। অপরদিকে ভিকটিমের গর্ভে থাকা ধর্ষণের সৃষ্ট সন্তান ২৯ আগষ্ট ২০২০ সনে জন্মগ্রহণ করে। ১১ জানুয়ারি (মঙ্গলবার) বিশেষ প্রয়োজনে শ্রীপুর চা-বাগন এলাকা দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। গোপন সংবাদের ভিত্তিত্বে পুলিশ জানতে পেরে তার অবস্থান ও পরিচয় নিশ্চিত হয়ে অভিযান পরিচালনা মাধ্যমে আটক করা হয়।
জৈন্তাপুর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম দস্তগীর আহমেদ আটকের সংবাদ নিশ্চিত করে বলেন, জৈন্তাপুরের অপরাধ দমনে পুলিশের নিয়মিত অভিযান পরিচালনা করে ধর্ষণ মামলার পলাতক আসামী নব্য ভারতীয় নাগরিককে আটক করা হয়। আটককৃতকে ১২ জানুয়ারি দুপুর ১২:০০ ঘটিকায় আদালতে প্রেরণ করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.