মোঃ রেজাউল করিম, ঈদগাঁওঃ
কক্সবাজারের ঈদগাঁও উপজেলার জালালাবাদে দুর্বৃত্তরা এক কৃষকের জমির মরিচ গাছ কেটে সাবাড় করেছে।
মঙ্গলবার ১১ জানুয়ারী রাতে বর্ণিত ইউনিয়নের পূব ফরাজী পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, বর্ণিত ইউনিয়নের পূর্ব ফরাজী পাড়া এলাকার কৃষক আরফাত উদ্দীন সংসারের উন্নতির জন্য তার কৃষি জমিতে দেড় হাজার মরিচের চারা লাগিয়েছিল।কিন্তু প্রতিবেশী একই এলাকার মোঃ আলীর ছেলে রবি উল্লাহর সঙ্গে দীর্ঘদিন ধরে তার বিরোধ থাকায় দিবাগত রাতে তার ওই জমিতে লাগানো মরিচ গাছ কেটে ফেলে। পরদিন সকালে কৃষক আরফাত উদ্দীন জমিতে গিয়ে গাছগুলো কাটা পড়ে থাকতে দেখেন।। এ ঘটনায় ভুক্তভোগী কৃষক আরফাত উদ্দীন ওই রবি উল্লাহর বিরুদ্ধে ঈদগাঁও থানায় একটি অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। তিনি আরও জানান, সংসারে সচ্ছলতা ফিরিয়ে আনতে অনেক কষ্ট করে জমিতে মরিচ লাগিয়েছিলাম। আমার সঙ্গে ওদের বিরোধ থাকলেও গাছের সঙ্গে তারা এমন ব্যবহার করবে, তা আমার ধারণায় ছিল না।ঋণ নিয়ে মরিচ চাষ করেছিলেন। রাতের আঁধারে রবি উল্লাহ সহ এক দল দুর্বৃত্তরা তার জমির মরিচ গাছ কেটেছে। ঋণের বোঝা মাথায় নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন।বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন তিনি।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2025 আলোচিত কণ্ঠ. All rights reserved.