সিয়ান এগ্রো’র সহযোগিতায় প্রো রাইডার্স বিডি’র কুমিল্লা ভ্রম
মমিনুল হক রাকিবঃ
১২ জানুয়ারি ২০২২ ইং (বুধবার) প্রো রাইডার্স বিডি গ্রুপ এর উদ্যোগে অনুষ্ঠিত হলো কুমিল্লা বাইক ভ্রমণ। কুমিল্লা ভ্রমণে সার্বিক সহযোগিতা করেছেন নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানাধীন তারাব পৌরসভার ০৯ নং ওয়ার্ড কাউন্সিলর জনাব লায়ন বি এম আতিকুর রহমান এবং তাঁর প্রতিষ্ঠান সিয়ান এগ্রো।
সিয়ান এগ্রো এর সার্বিক সহযোগিতায় আয়োজিত এই ভ্রমণে প্রায় ৫০ টি মোটরবাইক অংশগ্রহণ করেছে। গ্রুপের সদস্যরা বুধবার নির্ধারিত সময়ে তারাব বিশ্বরোড বাইকার্স পয়েন্টে একত্রিত হয় যাত্রার উদ্দ্যেশ্যে। যাত্রার শুরুতেই সবাইকে হাইওয়েতে চলাচলের নিয়মাবলী অবগত করা হয় এবং সার্বিক ভ্রমণের ব্রিফ করা হয়।
যাত্রাপথে কুমিল্লার বিখ্যাত মায়ামি রেষ্টুরেন্টে যাত্রাবিরতি দেন গ্রুপের সকল সদস্য। যাত্রাবিরতি শেষে কুমিল্লার উদ্দ্যেশ্যে যাত্রা পুনরায় শুরু করেন সবাই। কুমিল্লার ম্যাজিক প্যারাডাইস এবং শালবন বৌদ্ধ বিহার ভ্রমণ করেন গ্রুপের সদস্যরা।
কুমিল্লা জেলার কোটবাড়ি এলাকায় অবস্থিত একটি বিনোদন কেন্দ্র। ম্যাজিক প্যারাডাইস পার্ক যেন এক নতুন জগত। প্রবেশ মুখের গেট দেখে যে কেউ আনন্দিত হবেন, কারণ গেটটি বানানো হয়েছে পৃথিবীর সবচেয়ে বড় থিম বিদেশি কার্টুন ডিজনিল্যান্ডের আদলে।
সবুজ প্রকৃতি আর কৃত্রিমের ছোঁয়া একাকার পার্ক। প্রবেশের সঙ্গে সঙ্গে বিশাল এক নাগরদোলা চোখে পড়বে। এছাড়াও পার্কে রয়েছে রেল, রোলার কোস্টারসহ শিশু-কিশোরদের নানা রাইড। ছোট পাহাড়ের উপর ৩টি ওয়াটার রাইড আছে যা যেকোনো মানুষকে খুব সহজে আকৃষ্ট করে। পাহাড়ের সিঁড়ি বেয়ে উপরে উঠতেই ডেকে উঠবে কৃত্রিম ডাইনোসরগুলো। এতো কিছুর মাঝে গানের তালে তালে এক আনন্দঘন পরিবেশ তৈরি হয় পার্কটিতে।
আনন্দঘন একটি ভ্রমণ শেষ করে সবাই সুস্থ এবং সুন্দরভাবে পুনরায় তারাব বিশ্বরোড বাইকার্স পয়েন্টে একত্রিত হয়ে ভ্রমণের সমাপ্তি ঘোষণা করে।
কুমিল্লা ভ্রমণের সার্বিক অভিজ্ঞতা জানতে চাইলে প্রো রাইডার্স বিডি’র এডমিন স্বপন ভূঁইয়া বলেন, “প্রো রাইডার্স বিডি সবসময়ই বাইকারদের নিয়ে ভ্রমণের আয়োজন করে থাকে। আমাদের এবারের কুমিল্লা ভ্রমণে সার্বিক সহযোগিতা করেছেন আমাদের অত্র এলাকার সম্মানিত কাউন্সিলর জনাব লায়ন বি এম আতিকুর রহমান ভাই এবং তাঁর প্রতিষ্ঠান সিয়ান এগ্রো। আমরা গ্রুপের সবাই কৃতজ্ঞ সিয়ান এগ্রো’র কাছে আমাদের সাথে থাকার জন্য। ভবিষ্যতেও আমরা এভাবেই বাইকারদের পাশে পাবো আমাদের সম্মানিত কাউন্সিলর এবং তাঁর প্রতিষ্ঠান সিয়ান এগ্রো কে সেই কামনা করি। মাদকমুক্ত সমাজ গড়তে ভ্রমণের কোনো বিকল্প নেই তাই মাদকমুক্ত সমাজ গড়তে যুব সমাজকে ভ্রমণের প্রতি আকৃষ্ট করার লক্ষ্য নিয়েই কাজ করে যাচ্ছে আমাদের প্রো রাইডার্স বিডি”।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.