গুরুদাসপুর (নাটোর ) প্রতিনিধি.রহমত আলী
"নাটোর তথা চলনবিল অঞ্চলের সাংবাদিকদের গুরু ছিলেন চলনবিল প্রেসক্লাবের অধ্যাপক আতহার হোসেন। কবিতা ও নাট্যচর্চা, সাংবাদিকতাসহ বিভিন্ন গুণাবলীর কারণে সবাই তাঁকে গুরু বলে ডাকতেন। গুরু তাঁর কর্মকাণ্ডের মাধ্যমে মানুষের মাঝে বেঁচে থাকবেন অনন্তকাল।"
বর্ষিয়ান সাংবাদিক আতহার হোসেনের মৃত্যুতে চলনবিল প্রেসক্লাবে শুক্রবার বেলা দশটায় আয়োজিত শোকসভায় এসব কথা বলেন আলোচকরা।
এতে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি মোঃ আবুল কালাম আজাদ।
প্রধান অতিথির বক্তব্য রাখেন গুরুদাসপুর পৌরসভার মেয়র মো. শাহনেওয়াজ আলী।
এছাড়া দৈনিক দিবারাত্রি পত্রিকার উপদেষ্টা মো. আবদুল কাদের, বড়াইগ্রাম উপজেলা প্রেসক্লাব সভাপতি মোঃ অহিদুল হক, চলনবিল প্রেসক্লাবের সাধারণ সম্পাদকএম এম আলী আককাছ, অধ্যক্ষ(ভারপ্রাপ্ত) জালাল উদ্দীন শুক্তি, গুরুদাসপুর প্রেসক্লাব সভাপতি দীল মোহাম্মদ, মো.শহীদুল ইসলাম, মো.শাহজাহান আলী, মো.রাশিদুল ইসলাম, মো.এমদাদুল হক, বাবুল হাসান প্রমুখ বক্তব্য রাখেন।#
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.