পুঠিয়া প্রতিনিধিঃ মিজানুর রহমান (মিজান) রাজশাহীর পুঠিয়া উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সর মূল গেটে ও বহির্বিভাগে জলাবদ্ধতার কারণে সেখানে সেবা নিতে আশা রোগী ও তার স্বজনরা আতঙ্কিত হচ্ছে বিভিন্ন ধরনের পানি বাহিত রোগের। সরোজমিনে ঘুরে দেখা যায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মূল গেটের সামনে ও বহির্বিভাগের গেটের সামনে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। আর সেই পানির সঙ্গে মিশে গেছে হাসপাতালে নোংরা ড্রেনের পানি। এছাড়াও একটু লক্ষ্য করলে দেখা যায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর মহিলা ওয়ার্ডের রোগী ও স্বজনদের জন্য যে টয়লে রয়েছে সেই টয়লেটের পাইপ থেকে মল মুত্র বেরি এসে সেই পানিতে মিলিত হচ্ছে। এতে করে আতঙ্কিত হচ্ছেন রোগীর স্বজনরা। একজন ভ্যানচালক জানান, দীর্ঘদিন থেকে বৃষ্টি পানি আসা শুরু হলেই আমি এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে চলে আসি। কারণ এই স্থানেটি ভ্যান ধোয়ার ভালো হয়। একাধিক রোগী ও স্বজনদের সঙ্গে কথা বলে তারা জানান, আমরা সকাল থেকে একাধিক বার ঔষুধ কেনার জন্য হাসপাতালের বাইরে গিয়েছিলাম। সেই সময় আমাদের এই নোংরা পানির মধ্য দিয়েই যেতে হয়েছে। আর কিছুক্ষণ পর থেকেই পায়ে শুরু হয় চুলকানো এবং বিভিন্ন জায়গায় ছোট ছোট ফর্শী। আমরা এখন আতঙ্কিত যে এই পানি থেকেই আমাদের না চর্মরোগ ছড়ায়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেবা নিতে আশা রোগীরা জানান, পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আশে পাশে বেশ কয়েকটি উপজেলা রোগীরা। আমরা যেটুকু বুঝি বা জানি প্রতি বছরে স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন উন্নয়নের জন্য অনেক টাকা অর্থ বরাদ্দ আসে তার সঠিক কাজ হয় কিনা কর্তৃপক্ষ নজরদারি না করার কারণেই আজ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ সেবা নিতে আশা আমরা রোগী এবং আমাদের স্বজনরা জলাবদ্ধতার শিকার হচ্ছেন। নাম গোপন রাখা সত্তে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন ডাঃ বলেন, ভারী বৃষ্টি হলে অতিরিক্ত পানি জমা হওয়ার কারণে আমরা নিজেরাও ঠিক মত অফিসে আসা-যাওয়া করতে পারিনা। যদিও হাসপাতালে বিভিন্ন জায়গাতে পানি নিষ্কাশনের জন্য ড্রেন তৈরি করা হয়েছে কিন্তু এগুলো দেখভালে দায়িত্বে যিনি আছেন তার উদাসীনতার কারণেই পাতা পড়ে এবং ময়লা জমে পানি নামা রাস্তাগুলো বন্ধ হয়ে যাওয়ার কারণে মূলত এই সমস্যাগুলো প্রতিনিয়ত সৃষ্টি হচ্ছে। আমরা চাই এর একটি স্থায়ী সমাধান। এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সঙ্গে মুঠোফোন একাধিকবার যোগাযোগ করা চেষ্টা করা হলে ফোনটি বন্ধ পাওয়া যায়।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রবিউল ইসলাম রুবেল, নির্বাহী সম্পাদক : মো: নাইবুর রহমান এলএল.বি(অর্নাস), এলএলএম। যুগ্ম সম্পাদক : মহিউদ্দিন চৌধুরী । বার্তা সম্পাদক : জাকিরুল ইসলাম। প্রকাশক কর্তৃক শামীম প্রিন্টিং প্রেস, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও ২৮/১/সি টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত। বাণিজ্যিক অফিস : ২২,পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯।