লিটন পাঠান, হবিগঞ্জ জেলা প্রতিনিধি
দলীয় সিদ্ধান্ত অমান্য করে বাহুবল উপজেলার ৭ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী হিসেবে অংশ নেওয়ায় আওয়ামী লীগের ৭ নেতাকে দল থেকে সকল প্রকার স্ব-স্ব পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় উপজলা আওয়ামী লীগের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিদ্রোহী’ চেয়ারম্যান প্রার্থীরা হলেন, বাহুবল উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক হাবিবুর রহমান টেনু।
বাহুবল উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সাবেক সভাপতি আজমল হোসেন চৌধুরী, হবিগঞ্জ জেলা মৎস্যজীবী লীগ সাধারণ সম্পাদক মোঃ তাজুল ইসলাম, বাহুবল উপজেলা ছাত্রলীগ সভাপতি জুনাইদ আহমেদ, সাবেক ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক, মোঃ আছকির মিয়া, মনোরঞ্জন রায়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি/সম্পাদক স্বাক্ষরিত ওই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত অনেকেই চেয়ারম্যান প্রার্থী হয়েছেন।
দলীয় বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীদেরকে ১৩ জানুয়ারী মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহার করার জন্য বাহুবল উপজেলা আওয়ামী লীগ ও জেলা আওয়ামী লীগের নেতারা বার বার অনুরোধ করা সত্বেও বিদ্রোহীরা তাঁদের মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। তাই বাহুবল উপজেলা আওয়ামী লীগ দলীয় গঠনতন্ত্রের ৪৭/ঠ ধারা মোতাবেক তাদেরকে দল থেকে বহিষ্কার করা হয়। এ ব্যাপারে বাহুবল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হাই’র সাথে কথা বললে তিনি জানান।
দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে ৭ ‘বিদ্রোহী’ চেয়ারম্যান প্রার্থীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। জানা গেছে, ৬ষ্ট ধাপে আগামী ৩১ জানুয়ারি বাহুবল উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচন হবে ৭টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪০ জন প্রার্থী প্রতিদ্ব›দ্বীতা করছেন।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.