মোঃ সাজ উদ্দিন সাজু, সিলেট জেলা প্রতিনিধি:
সিলেট জেলার জৈন্তাপুর উপজেলা পরিষদ হতে স্টেশন বাজার পর্যন্ত রাস্তা বর্ধিতকরণ কাজে নিজ হতে জায়গা ছেড়ে দিয়ে জৈন্তাপুরে দৃষ্টান্ত স্থাপন করলেন জৈন্তাপুর ইউনিয়নের ০৮ নং ওয়ার্ডের সাবেক সদস্য মোঃ শাহজাহান মিয়া।
জৈন্তাপুর উপজেলা পরিষদ হতে স্টেশন পর্যন্ত রাস্তা বর্ধিতকরণের জন্য উপজেলা প্রশাসন কাজ শুরু করে৷ তারই ধারাবাহিকতায় পুকুরপাড় এলাকায় শেষ অংশ জায়গা না থাকায় রাস্তা ছোট হয়ে যায়৷ উপজেলা চেয়ারম্যান সাহেব জায়গার মালিকের নিকট অনুরোধ জানালে জায়গার মালিক সাবেক জৈন্তাপুর ইউপি'র ০৮ নং ওয়ার্ডের সদস্য মোঃ শাহজাহান মিয়া নিজ হাতে বেড়া অপসারণ করে রাস্তা বর্ধিতকরণ কাজে উপজেলা চেয়ারম্যান কামাল আহমদকে সহযোগিতা করেন৷
শাহজাহান মেম্বার বলেন, জনসাধারণের চলাচলের সুবিধার্থে জায়গাটুকু ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিয়েছি৷ জৈন্তাপুর উপজেলা সদরের একমাত্র জন গুরুত্বপূর্ণ সড়কটি বর্ধিত করার কারণে বাজারের আগত জনসাধারণ, ব্যবসায়ী, সরকারী অফিস-আদালত এবং মেডিকেলে রোগীরা যাতায়াতে ভোগান্তির লাগব হবে। আমি আশাকরি রাস্তা বর্ধিতকরণে সকল ব্যবসায়ীরা তাদের প্রতিষ্ঠানের সম্মুখের অংশ নিজেদের ইচ্ছায় জনস্বার্থে ছেড়ে দিবেন, এটা আমার বিশ্বাস৷ আমি একজন জনপ্রতিনিধি হিসেবে জনস্বার্থে উন্নয়ন কাজে নিজ হতে জনগণের পাশে দাঁড়াবো৷
উপজেলা চেয়ারম্যান কামাল আহমদ বলেন, সাবেক ইউপি সদস্য মোঃ শাহজাহান মিয়া রাস্তা বর্ধিতকরণ কাজের জন্য নিজে হাতে বেড়া সরিয়ে নিয়ে যে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন তা অভাবনীয়৷ যদিও তিনি বর্তমানে ইউপি সদস্য নন তবুও তিনি এই সমাজের একজন সত্যিকারের সমাজসেবক ৷ আমি তার দীর্ঘায়ু কামনা করি৷
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.