আবুল হাশেম রাজশাহী ব্যুরোঃ গরিব ও অসহায় মানুষের মাঝে খাদ্য বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ভলেন্টিয়ার অফ রাজশাহী। ২০২৪ সালের ৫ আগস্ট থেকে সংগঠনটি রাজশাহীর বিভিন্ন এলাকায় খাদ্যসহ মানবিক সহায়তা প্রদান করে আসছে। সংগঠনের সদস্যরা জানান, তারা নিয়মিতভাবেই সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন। শুধু খাদ্য বিতরণ নয়, রাজশাহী শহরকে নতুনভাবে সাজাতে এবং সামাজিক উন্নয়নমূলক কাজে অবদান রাখতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে সংগঠনটি। তাদের কার্যক্রমের মধ্যে রয়েছে—পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান, রক্তদান কর্মসূচি, দরিদ্র শিক্ষার্থীদের সহযোগিতা, এবং পরিবেশ সচেতনতামূলক কার্যক্রম। সংগঠনের নেতৃবৃন্দ জানিয়েছেন, সমাজের অসহায় মানুষের মুখে হাসি ফোটানোই তাদের মূল লক্ষ্য। ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে কাজ করার পরিকল্পনা রয়েছে ভলেন্টিয়ার অফ রাজশাহী’র।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রবিউল ইসলাম রুবেল, নির্বাহী সম্পাদক : মো: নাইবুর রহমান এলএল.বি(অর্নাস), এলএলএম। যুগ্ম সম্পাদক : মহিউদ্দিন চৌধুরী । বার্তা সম্পাদক : জাকিরুল ইসলাম। প্রকাশক কর্তৃক শামীম প্রিন্টিং প্রেস, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও ২৮/১/সি টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত। বাণিজ্যিক অফিস : ২২,পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯।