কালীগঞ্জ প্রতিনিধি। ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বার বাজার ইউনিয়ন বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে । বুধবার (১৯ মার্চ) বার বাজার হাইস্কুল মাঠে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় । দোয়া ও ইফতার মাহফিলে কালীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদের সভাপতিত্বে প্রধান অতিথী হিসাবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ । দোয়া ও ইফতারের আগে আলোচনা সভায় প্রধান অতিথীর বক্তব্যে কালীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ বলেন , ১৭ বছর ধরে পতিত স্বৈরচার আমাদের উপর পাথরের মত চেপে ছিল । কোন স্বৈরচারের ঠিকানা আর বাংলাদেশে হবে না। সে সময় হামিদুল ইসলাম হামিদ দ্রুত নির্বাচন দেওয়ার জন্য তত্বাবধায়ক সরকারের প্রতি জোর দাবি
প্রকাশক মোঃ রবিউল ইসলাম।
সম্পাদক : মোঃ নাইবুর রহমান [এলএল.বি (অনার্স), এলএল.এম
(ইউডা)] । বার্তা সম্পাদক : মোঃ জাকিরুল
ইসলাম [এম.এ(ইংলিশ), বি আই ইউ। বি.এড (টি টি সি)] অফিস :
২২, পশ্চিম- ধানমন্ডি, শংকর,
ঢাকা -১২০৯, বাংলাদেশ।
ইমেইল নিউজ :editor@alochitokantho.com.bd/ alochitokantho@gmail.com
ভিজিট ওয়েব সাইট : www.alochitokantho.com.bd