ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি। আসন্ন দুর্গাপূজা নির্বিঘ্নে করতে কক্সবাজার জুড়ে ‘বিশেষ নিরাপত্তা ব্যবস্থা’ জোরদার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। পার্শ্ববর্তী জেলা বান্দরবানেও চেকপোস্ট, গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম বাড়িয়েছে বিশেষ এ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকালে কক্সবাজার শহরের পূজা মণ্ডপগুলো পরিদর্শন শেষে সরস্বতী বাড়ীতে গণমাধ্যম কর্মীদের এ তথ্য জানান র্যাব-১৫, কক্সবাজার ব্যাটালিয়নের সহ-অধিনায়ক মেজর এহেতাশামুল হক। তিনি বলেন, উৎসবমুখর পরিবেশে ও শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপনে র্যাব সার্বিক নিরাপত্তার প্রস্তুতি নিয়েছে। পূজাকে কেন্দ্র করে যেকোনো ধরনের নাশকতা সৃষ্টির চেষ্টা র্যাব কঠোরভাবে দমন করবে। মেজর এহেতাশামুল হক বলেন, শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে নিরাপত্তা নিশ্চিত করতে চেকপোস্ট, গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম বাড়ানো হয়েছে। পূজা উপলক্ষ্যে যেকোনো ধরনের নাশকতা বা অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে কক্সবাজারের প্রবেশপথসহ গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে র্যাবের চেকপোস্ট কার্যক্রম জোরদার করা হয়েছে। এখন থেকে বিজয়া দশমীর দিন পর্যন্ত নিরাপত্তা জোরদার করতে দায়িত্বপূর্ণ এলাকায় চেকপোস্ট স্থাপন ও টহল জোরদারসহ পর্যাপ্ত সংখ্যক র্যাব সদস্য মোতায়েন থাকবে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রবিউল ইসলাম রুবেল, নির্বাহী সম্পাদক : মো: নাইবুর রহমান এলএল.বি(অর্নাস), এলএলএম। যুগ্ম সম্পাদক : মহিউদ্দিন চৌধুরী । বার্তা সম্পাদক : জাকিরুল ইসলাম। প্রকাশক কর্তৃক শামীম প্রিন্টিং প্রেস, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও ২৮/১/সি টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত। বাণিজ্যিক অফিস : ২২,পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯।