সারাদেশে

নিষিদ্ধ সংগঠন কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দামকে গ্রেফতার

সাইফুর রহমান শামীম, কুড়িগ্রাম ।।  কুড়িগ্রাম জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে রংপুর মহানগরের জাহাজ কোম্পানি মোড় হতে পতিত আওয়ামীলীগ সরকারের দোসর আশিক হত্যা মামলা, টেন্ডারবাজি সহ একাধিক মামলার আসামি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কুড়িগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন ওরফে নয়নকে (৩৫)কে গ্রেফতার করেছে। বুধবার সন্ধ্যায় রংপুরে তাকে গ্রেফতার করে রাতেই কুড়িগ্রাম সদর থানা হেফাজতে নেয়া হয়েছে। কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও ওসি ডিবি মোজাফফর হোসেন বলেন,কুড়িগ্রাম থানার কুড়িগ্রাম থানার মামলা নং-১৩, জিআর নং-৩১৯/২০২৪(কুড়িঃ), তারিখ-১০-১০-২০২৪ খ্রিঃ, ধারা- ১৪৩/১৪৭/ ১৪৮/৩০৭/ ৩২৩/ ৩২৪/ ৩২৫/৩২৬ /৩০২/৩৭৯/ ৪৩৬/৪২৭/৫০৬/১৪৪ পেনাল কোড সহ একাধিক মামলায় পতিত আওয়ামীলীগ সরকারের দোসর নিষিদ্ধ সংগঠন কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দামকে রংপুর মহানগর এলাকা থেকে গ্রেফতার করে ডিবি কুড়িগ্রাম। মঙ্গলবার তাকে আদালতে সোপর্দ করা হবে বলেও জানান তিনি।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *