পঞ্চগড় প্রতিনিধি পঞ্চগড়ে দিন ব্যাপি চাকুরী মেলা অনুষ্ঠিত হয়েছে। তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষ্যে এই মেলা আয়োজন করে পঞ্চগড় সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ। প্রতিষ্ঠানের খোলা মাঠে বিভিন্ন স্টলে প্রায় ৮টি বেসকারি প্রতিষ্ঠান মেলায় অংশ নিয়েছে। শনিবার সকালে হল রুমে অনুষ্ঠিত উদ্ব্রোধনী অনুষ্ঠানে মেলার উদ্বোধন ঘোষণা করেন অতিরিক্ত জেলা প্রশাসক সুমন চন্দ্র দাস । সকাল থেকেই মেলায় তরুণদের উপচে পড়া ভীর লক্ষ্য করা গেছে। মেলায় চাকুরী দাতা প্রতিষ্ঠানের স্টলে গিয়ে তরুণরা তাদের নিজেদের বায়োডাটা জমা দিয়েছেন। আয়োজকরা জানান মেলায় অংশ নেয়া চাকুরী দাতা প্রদিষ্ঠানগুলো বায়োডাটা বিশ্লেষন করবে। পরে চাকুরী প্রার্থীদের ইন্টাভিউ গ্রহণ করবে। যাদের স্কিল ভালো তাদেরকে ওই প্রতিষ্ঠান গুলো চাকুরীতে নিয়োগ দেবে। গত কয়েক বছর ধরে চাকুরী মেলা আয়োজন করে আসছে পঞ্চগড় সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ। প্রত্যন্ত এলাকায় চাকুরী মেলায় এসে অনেক তরুণের তথ্য ভিত্তিক অভিজ্ঞতাও বাড়ছে। জানাগেছে প্রায় দেড় শহস্রাধিক বায়োডাটা জমা পড়েছে। এতে অন্তত: ২ শতাধিক তরুণ তাদের পছন্দের চাকুরী পাবে বলে আশা করছেন আয়োজক কতৃপক্ষ। অধ্যক্ষ্য আব্দুল মতিন ডালির সভপাতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী সভায় আরও বক্তব্য রাখেন পঞ্চগড় টেনিক্যাল ট্রেনিং সেন্টারের অধ্যক্ষ্য আব্দুল হালিম,পঞ্চগড় চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডস্ট্রিস এর সিনিয়র সহসভাপতি আবু হিরন, এসেট এর প্রকল্প কর্মকর্তা মিরাজুল ইসলাম প্রমুখ । কারিগরি শিক্ষা অধিদপ্তরের এসেট প্রকল্প মেলা আয়োজনে সহযোগিতা করছে ।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রবিউল ইসলাম রুবেল, নির্বাহী সম্পাদক : মো: নাইবুর রহমান এলএল.বি(অর্নাস), এলএলএম। যুগ্ম সম্পাদক : মহিউদ্দিন চৌধুরী । বার্তা সম্পাদক : জাকিরুল ইসলাম। প্রকাশক কর্তৃক শামীম প্রিন্টিং প্রেস, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও ২৮/১/সি টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত। বাণিজ্যিক অফিস : ২২,পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯।