২ বছর আগের ১৬ মৃতদেহ, কবর খুঁড়ে চুরি করল কারা
এস.এম.বিপু রায়হান
সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
কবরস্থানে মৃতের দাফন করাতে গিয়ে অবাক সবাই। দেখতে পান কবরস্থানের ১৬টি পুরনো কবর খোঁড়া। ভেতরে নেই কঙ্কাল। কবরগুলো প্রায় দুই বছর আগের মৃতদের। একসঙ্গে এতগুলো কঙ্কাল উধাওয়ের ঘটনায় এবার মৃতদেহের নিরাপত্তা নিয়ে ভাবছেন স্থানীয়রা।
সিরাজগঞ্জের সলঙ্গা থানার নাইমুড়ি-রুয়াপাড়া সম্মিলিত কবরস্থানে সম্প্রতি এ ঘটনা ঘটে। কবরস্থান থেকে ১৬টি কঙ্কাল চুরি হয়েছে বলে জানিয়েছেন কমিটির সভাপতি আব্দুল মান্নান তালুকদার।
সোমবার (১৭ জানুয়ারি) এক নারীকে দাফন করতে গিয়ে বিষয়টি স্থানীয়দের নজরে আসে। এ সময় প্রায় দুই বছর আগে দাফন করা ১৬টি কবর খনন করা অবস্থায় দেখতে পান তাঁরা। এরপর ওই কবরগুলোতে সন্ধান করে কোনোটিতেই কঙ্কাল পাওয়া যায়নি।
প্রায় আড়াই বছর আগেও এই করবস্থান থেকে চার-পাঁচটি কবর খুঁড়ে কঙ্কাল চুরি করা হয়েছিল বলে জানা গেছে।
নাউমুড়ী-রুয়াপাড়া সম্মিলিত কবরস্থান কমিটির সভাপতি আব্দুল মান্নান তালুকদার বলেন, 'কবরস্থানের ১৬টি কবরের কঙ্কাল চুরির বিষয়টি নিশ্চিত হয়েছি। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। পরবর্তী সময়ে এ ধরনের ঘটনা যাতে আর না হয় সে জন্য কমিটির পক্ষ থেকে কবরস্থানে নজরদারির ব্যবস্থা করা হবে।'
সলঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নাইমুড়ি গ্রামের বাসিন্দা আকমল হোসেন বাদশা বলেন, 'এমন ঘটনায় আমরা মর্মাহত। বিষয়টি প্রশাসনকে জানিয়েছি। কঙ্কাল চুরি রোধে কবরস্থানে পাহারার ব্যবস্থা করা হয়েছে।'
সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী জানান, 'কঙ্কাল চুরির সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। ঘটনার তদন্ত চলছে।'
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.