গোমস্তাপুরে টমেটো বীজের প্রতারণায় লোকসানের চাষীর
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের নরোশিয়া কাঁঠাল বিলে টমেটো চাষ করে লোকসান গুনছে অধিকাংশ টমেটোর চাষী। টমেটোর বীজের প্রতারণার কারণে এমটি হয়েছে বলে অভিযোগ করেছেন অনেক কৃষক ।
টমেটো চাষী তরিকুল ইসলাম জানান ভাদ্র মাসে ১বিঘা ৩কাঠা মাটিতে ৫২৬ জাতের টমেটো রোপন করি। কিন্তু তার একমাস পরে অজানা এক জাতের টমেটো লক্ষ্য করি। এই জমিতে আমার খরচ হয়েছে প্রায় ৫০ হাজার টাকা । কিন্তু বীজের প্রতারণা হওয়ায় এখন সব মিলিয়ে ৩০ হাজার টাকার অধিক লোকসান হচ্ছে তার। বীজের প্রতারণায় লোকসানের মূল কারণ বলে মনে কারেন তিনি।
তিনি আরও বলেন ঐ ব্যক্তি আমার সাথে টমেটোর বীজ নিয়ে প্রতারণা করেছে। টমেটো চাষ করে আমাদের পরিশ্রম বৃথা হল এই প্রতারকের কারণে।এমন অভিযোগ ওই এলাকার অনেক চাষী করেছেন।
অপরদিকে ৫২৬জাতের টমেটো চাষী আব্দুল বাশির জানান , আমার টমেটো জাতটি ৫২৬জাতের ছিল। দেড় বিঘা জমিতে চাষ করেছি। তাতে প্রায় ৭০ হাজার টাকা খরচ হয়েছিল। খরচ বাদে প্রায় ৩০থেকে ৪০হাজার টাকা লাভ হবে বলে আশা করছি । আমার ছাড়া কাঁঠাল বিলের অন্য কৃষকদের লোকসান হয়েছে। কারণ তারা বীজের প্রতারণার শিকার হয়েছিল। বীজ যদি ৫২৬ জাতের হতো তাহলে তাদের লোকসান হতোনা বলে মনে করেন তিনি।
এবিষয়ে বীজ প্রতারণা কারি বলেন, আমি ওই জায়গার কাউকে টমেটোর বীজ দি নাই। তারা কোথা থেকে বীজ নিয়েছে সেটা আমি জানিনা। আর আমি বীজ নিয়ে কারো সাথে প্রতারণা করিনি।
উপ-সহকারী কৃষি কর্মকর্তা আফজাল হোসেন জানান, টমেটো চাষিদের আমরা রোগ বালাই দমন ও ভালোভাবে উৎপাদনের লক্ষ্যে বিভিন্ন ভাবে পরামর্শ দিয়ে থাকি। যাতে করে কৃষকরা লাভবান হয়। কিন্তু বীজ নিয়ে প্রতারণা হয়েছে এমন অভিযোগ পাননি বলে জানান তিনি।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.