রাম বসাক, শাহজাদপুর, সিরাজগঞ্জ
শাহ মখদুমের পূণ্যভূমি ও কবিগুরু রবি ঠাকুরের স্মৃতিবিজড়িত সিরাজগঞ্জের শাহজাদপুরে একটি ব্যতিক্রমধর্মী স্বেচ্ছাসেবামূলক প্রতিষ্ঠান স্কলার ফাউন্ডেশন পক্ষ থেকে ২০ শে জানুয়ারি (বৃহস্পতিবার) সকাল ১১ ঘটিকার সময় শাহজাদপুরে প্রগতি বিদ্যালয়ের এসএসসি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। ২০২১ সালে এসএসসি তে এ প্লাস ও পাস কৃত কৃতি ছাত্রীদের মাঝে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করা হয়।
প্রগতি বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাবেক কমিশনার বিশিষ্ট সমাজসেবক জনাব সোরহাব আলীর সভাপতিত্বে ও সহকারি শিক্ষক আকিদুল এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাহজাদপুর মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ শিক্ষাবিদ মোহাম্মদ রুহুল আমিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন, স্কলার ফাউন্ডেশনের চেয়ারম্যান, সাংবাদিক মির্জা হুমায়ুন , প্রগতি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ গোলাম সরোয়ার, বিশিষ্ট সমাজ সেবক মোঃ আবুল হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ রুহুল আমিন বলেন, স্কলার ফাউন্ডেশন ও স্কলার বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং দীর্ঘদিন ধরে শাহজাদপুরে শিক্ষা এবং সমাজসেবামূলক কাজ করে যাচ্ছে।
স্কলার ফাউন্ডেশনের চেয়ারম্যান, সাংবাদিকমির্জা হুমায়ুন বলেন, স্কলার ফাউন্ডেশন এর সহযোগী প্রতিষ্ঠান স্কলার বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং সবসময়ই শিক্ষা খাত সম্প্রসারণ ও সমৃদ্ধ করুন নিয়ে কাজ করে যাচ্ছে।
প্রগতির প্রধান শিক্ষক গোলাম সরোয়ার বলেন, প্রগতি বালিকা উচ্চ বিদ্যালয় শাহজাদপুরে নারী শিক্ষার অগ্রদূত হিসেবে কাজ করছে।
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির সদস্য মোহাম্মদ আবদুর রউফ, মো; রওশন আলি, শিক্ষক আজমল হোসেন, সাজ্জাদ হোসেন প্রমুখ।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.