তাহিরপুর সুনামগঞ্জ প্রতিনিধি।
আগামী ৭ ই ফেব্রুয়ারি তাহিরপুর উপজেলার বালিজুরি ইউনিয়ন পরিষদ নির্বাচন কে সামনে রেখে বিশিষ্ট ব্যাবসায়ী ও ইতিমধ্যে এলাকায় দানবীর হিসেবে আখ্যায়িত হয়েছেন যিনি, বিশিষ্ট সমাজ সেবক নাগরিক সমাজের চেয়ারম্যান প্রার্থী জনাব আজাদ হোসাইন বৃহস্পতিবার সারাদিন বিভিন্ন হাটবাজারে এলাকার সাধারন মানুষকে নিয়ে ব্যাপক গনসংযোগ করেছেন।গনসংযোগে অংশ গ্রহনকারী জনাব গোলেনুর মিয়া বলেন আমরা দির্ঘদিন পরে একজন সৎ আদর্শবান যোগ্য ব্যাক্তিকে খোজে পেয়েছি, যার অন্যের টাকার প্রতি কোন লোভ লালসা নেই,তিনি উন্নয়নে বিশ্বাসী ইতিমধ্যে নিজ অর্থায়নে বিভিন্ন মসজিদ মন্দির রাস্তা ঘাট সামাজিক সংগঠন কে সহযোগিতা করে আসছেন, এলাকার সাধারন মানুষ উনার ভালোবাসায় আজ সিক্ত, সাধারন জনগন আগামী ৭ ই ফেব্রুয়ারি ভোটের মাধ্যমে প্রমান করবে জনাব আজাদ হোসাইন কে কতটুকু ভালোবাসে। কৃষক মোঃ রওনক মিয়া বলেন আমরা কোন সুদখোর কে এই ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে দেখতে চাইনা, গরীবের বি জি ডি,বি জি এফ,থেকে যে লোকটি টাকা খায় তারে আমরা আর চেয়ারম্যান বানামুনা। যে আমাদের দু বেলা দু মোটু খাওনের ব্যাবস্থা করবে আমরা এইবার তারেই ভোট দিমু, আতাউর রহমানের অত্যাচারে আজ এলাকার মানুষ অতিষ্ঠ সবাই তার নিকট থেকে মুক্তি চায়,এইবার শুনছি গরীবের বন্ধু আজাদ হোসাইন নির্বাচন করবে আমরা সকলেই মিলে সুদখোর আতাউরের হাত থেকে বাচার জন্য আজাদ হোসাইন কে বিপুল ভোটে বিজয়ী করব। আতাউর রহমানের সুদের টাকা দিতে না পেরে অবশেষে বালিজুরি গ্রামের জুয়েল মিয়াকে জেল হাজতে যেতে হয়েছে,ওনি নির্বাচন করবেন অথছ প্রতিহিংসার বসরবর্তী হয়ে বালিজুরি ইউনিয়নের মসজিদ মন্দিরের উন্নয়নে বাধা প্রধান করে আসছেন তিনি বিভিন্ন জায়গায় অভিযোগ করে ঘুরে বেড়াচ্ছেন তাই বালিজুরি ইউনিয়নের জনগন সিদ্ধান্ত নিয়েছে উন্নয়নে যে ব্যাক্তি বাধা প্রধান করে তারে আর আমরা ভোট দিমোনা।। নাগরিক সমাজের চেয়ারম্যান প্রার্থী জনাব আজাদ হোসাইন বলেন আমি জনগনকে দিতে এসেছি, নিতে আসিনি,জনগনের সেবায় নিজেকে উৎসর্গ করতে চাই, আমি যদি চেয়ারম্যান নির্বাচিত হই প্রথমে বালিজুরি ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স নির্মান করে প্রমান করব অতিতে যারা দায়িত্বে ছিলেন তারা ব্যার্থ, আমি বালিজুরি ইউনিয়ন কে মাদকমুক্ত ইউনিয়ন হিসেবে গড়ে তুলব,বালিজুরি ইউনিয়নে থাকবেনা কোন সন্ত্রাস চাঁদাবাজ জুলূমবাজ, মানুষ নির্ভয়ে চলাফেরা করবে।ব্যাবসায়ীরা স্বাধীনভাবে তার কার্যক্রম পরিচালনা করবে,আমি চেয়ারম্যান নির্বাচিত হলে এই ইউনিয়ন কে একটি ডিজিটাল ইউনিয়ন হিসেবে গড়ে তুলব, সরকারের প্রতিটি উন্নয়ন জনগনের দৌড় গোড়ায় পৌচে দেব। বিগত ৫০ বছরে যে উন্নয়ন হয়নি আমি তা করিয়ে দেব ইনশাআল্লাহ, আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন জনগনের মনের আশা পুরন করতে পারি।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.