স্বপর কুমার রায় খুলনা ব্যুরো প্রধান বিএনপি কর্তৃক ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে দাকোপ উপজেলা ও চালনা পৌরসভা বিএনপির উদ্যোগে বাজুয়ার খুটাখালী বাজারে আলোচনা সভা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেল ৪টায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক সদস্য আব্দুল মান্নান খান। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা-১ আসনের মনোনয়ন প্রত্যাশী ও খুলনা জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ্ব আমীর এজাজ খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও দাকোপ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক অসিত কুমার সাহা এবং চালনা পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক মোজাফফর হোসেন। এছাড়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সাধারণ সম্পাদক দীপক কুমার সরদার, যুগ্ম আহ্বায়ক সাবেক শহিদুল ইসলাম শেখ, এস এম মোস্তাফিজুর রহমান মোস্তাক, মহিদুল ইসলাম, বাচ্চু ফকির, কামরুজ্জামান টুকু, হাফিজুর রহমান, বেনী মাধব বিশ্বাস, রফিকুল ইসলাম, মনিরুল ইসলাম মনি, শফিকুল ইসলাম মোল্লা, আব্দুর রাজ্জাক মোল্লা, আব্দুর রহিম তালুকদার, হালিম হাওলাদার, মোকলেছুর রহমান তালুকদার, মকগুল শেখ, আব্দুর রাজ্জাক শেখ, ফেরদৌস সানা, রতন রায়, দানেষ সরকারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নই বর্তমান রাজনৈতিক সংকট নিরসনের একমাত্র পথ এবং গণতন্ত্র পুনরুদ্ধারের সোপান।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রবিউল ইসলাম রুবেল, নির্বাহী সম্পাদক : মো: নাইবুর রহমান এলএল.বি(অর্নাস), এলএলএম। যুগ্ম সম্পাদক : মহিউদ্দিন চৌধুরী । বার্তা সম্পাদক : জাকিরুল ইসলাম। প্রকাশক কর্তৃক শামীম প্রিন্টিং প্রেস, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও ২৮/১/সি টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত। বাণিজ্যিক অফিস : ২২,পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯।