দর্শনায় "যুব সাহায্য সংস্থা ব্যাচ-৮৭"র কফি হাউজের উদ্বোধ
দর্শনা অফিসঃ সংস্থার উপার্জিত অর্থে দর্শনা তথা পার্শ্ববর্তী এলাকার দুস্থ, গরীব অসহায় মানুষের সাহায্যে ফ্যান্ড তৈরীর লক্ষে দর্শনা বাসস্ট্যান্ড চত্বরের জীবননগর সিএনজি ষ্ট্যান্ডের নিকট দর্শনা "যুব সাহায্য সংস্থা ব্যাচ-৮৭" এর উদ্দ্যোগে কফি হাউজ ও কনফেকশনারী স্টোরের শুভ উদ্বোধন করা হয়েছে।
গতকাল শুক্রবার বিকাল ৫ টায় দোয়া ও আলোচনা অনুষ্ঠানের মধ্যদিয়ে উদ্বোধন করা হয়।
দর্শনা "যুব সাহায্য সংস্থা ব্যাচ-৮৭"র
সংগঠনের সহ-সভাপতি আব্দুর রশিদের সভাপতিত্বে আলোচনা করেন, সংগঠনের সাধারন সম্পাদক কামাল উদ্দিন আহমেদ সান্টু, সিনিয়র সহ-সভাপতি ইউনুচ আলী, সহ-সাধারন সম্পাদক বজলুর রহমান, সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান, আপ্যায়ন বিষয়ক সম্পাদক মোতাহার হোসেন জোয়ার্দার, অর্থ-সম্পাদক হাজী মোস্তফা জামান লাভলু, প্রচার সম্পাদক হারুন উজ্জামান।
এসময় বক্তারা বলেন, দর্শনা "যুব সাহায্য সংস্থা ব্যাচ-৮৭" কোভিড-১৮ করোনা ভাইরাসের সময় করোনা রোগীদের কাছ থেকে সেবা প্রদানের বদলে ভয়ে দূরে সরে গেছে আপনজন সহ অনেকে। কিন্তু এ সংস্থা মানুষের বিপদে খুব কাছে থেকে করোনা রোগীকে অক্সিজেন দিয়ে সেবা প্রদান করেছে।
নিজের জন্য নয় জীবনের বাকি দিনগুলো সমাজ ও মানুষের সেবা করে যেতে চাই।
এছাড়া এ ব্যাচের অসচ্ছল বন্ধু-
বান্ধব সহ ৮৭ ব্যাচের সকল অসচ্ছল বন্ধুদের সহযোগীতা প্রদানের মাধ্যমে
কর্মসংস্থান তৈরীতে সেলাই মেশিন বিতরনের পাশাপাশি সহযোগীতার হাত বাড়িয়ে দিচ্ছি।
এ কফি হাউজ ও কনফেকশনারী স্টোর হতে উপার্জিত অর্থ
সংস্থার ফান্ডের তহবিলে জমা হবে। যার মাধ্যে দর্শনা তথা পার্শ্ববর্তী এলাকার দুস্থ, গরীব অসহায় মানুষের সাহায্যে-সহযোগীতায় খরচ করা হবে। আর এ ব্যাবসা প্রতিষ্ঠান সার্বিক তত্বাবধায়নে থাকবে দর্শনা "যুব সাহায্য সংস্থা ব্যাচ-৮৭" সংগঠন।নদর্শনা বাসস্ট্যান্ড জামে মসজিদের পেশ ঈমাম মাও. ওসমান আলী দোয়া পরিচালনার মধ্যদিয়ে ব্যবসা প্রতিষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়।#######
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.