চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ নয়ন
ঘোষ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ব্লাকমেইল করে টাকা আদায় করায় বেনু সিংহকে হত্যা করা হয়েছে। আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে মূলহোতা আনন্দ চন্দ্র সিংহ।
শনিবার (২২ জানুয়ারী) বিকেলে সে চাঁপাইনবাবগঞ্জ আদালতে এই স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। এর আগে শুক্রবার রাতে মূলহোতার বসতবাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তি হচ্ছে- সদর উপজেলার রানিহাটী ইউনিয়নের রামচন্দ্রপুরহাটের চুনাখালী হিন্দুপাড়া গ্রামের বিভুতি চন্দ্র সিংহের ছেলে।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন জানান, বৃহস্পতিবার দুপুরে কানসাট ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ঝাবুবাজার-পুঁঠিমারী বিলের আঁখ ক্ষেত থেকে মরদেহটি উদ্ধারের ঘটনায় রাতেই অজ্ঞাতদের আসামি করে পরিবারের পক্ষ থেকে থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।
শুক্রবার রাতে হত্যাকান্ডের মূলহোতার বসতবাড়িতে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় আনন্দ চন্দ্র সিংহকে। পরে সে চাঁপাইনবাবগঞ্জ আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। জবানবন্দিতে সে জানায়, তার একটি অশ্লীল ছবি পেয়ে যায় নিহত বেনু সিংহ।
এই ছবির সূত্র ধরে বিভিন্ন সময় তার কাছে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেয়। এক পর্যায়ে সে ক্ষিপ্ত হয়ে উঠে এবং পরিকল্পনা করে, কৌশলে বেনুকে মেরে ফেলার। বুধবার রাতে টাকা দেবে এমন আশ্বাসে বেনু সিংহকে পুঁঠিমারী বিলে নিয়ে যায় আনন্দ চন্দ্র সিংহ। মাটির নিচে গুপ্তধন আছে মর্মে খুড়তে শুরু করে বেনু সিংহ। এক পর্যায়ে হাতুড়ি ও নেহাল দিয়ে তাকে হত্যা করে।
পরে তার দেয়া তথ্যে রাজশাহীর মোহনপুর থানা এলাকায় অভিযান চালিয়ে হত্যার কাজে ব্যবহৃত হাতুড়ি, নেহাল ও মোবাইল ফোন উদ্ধার করা হয়।
উল্লেখ্য, বৃহস্পতিবার পুঁঠিমারী বিলের আঁখ ক্ষেতে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
পরে পুলিশ, গোয়েন্দা পুলিশ (ডিবি), পিবিআই ও রাজশাহীর সিআইডির ক্রাইম এক্সপার্টের সদস্যরা ঘটনাস্থলে এসে মরদেহের সুরতহাল রির্পোট শেষে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠায়।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.