আবুল হাশেম রাজশাহী ব্যুরোঃ রাজশাহীর বাঘায় ভারি বৃষ্টিতে জলাবদ্ধ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী- চাল, ডাল, মুড়ি বিতরণ করেছেন আমেরিকান প্রবাসী আমিনুল ইসলাম মিঠু। দলীয় নির্দেশনায় মিঠুর পক্ষ থেকে সেগুলো বিতরণ করেছেন মিঠুর পিতা অসরপ্রাপ্ত সেনা অফিসার হামিদুল ইসলাম। শনিবার বাজুবাঘা ইউনিয়নের চন্ডিপুর মিঞা পাড়া, ক্ষুদিছয়ঘটি গ্রামের খা পাড়া ও হিজলপল্লী গ্রামের একশ’র অধিক পরিবারের মাঝে মানবিক সহায়তার খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হয়। মিঠুর পিতা হায়দার আলী বলেন, দীর্ঘদিন ধরেই তার ছেলে মিঠু মসজিদ,মাদ্রাসা,এতিমখানাসহ দুঃস্থদের সহায়তা করে আসছেন। এ সময় উপস্থিত ছিলেন বাজুবাঘা ইউনিয়ন বিএনপির ওয়ার্ড সেক্রেটারি জামবার আলী, চন্ডিপুর বাজার মসজিদ কমিটির সাবেক সভাপতি ছমির উদ্দীন, অবসরপ্রাপ্ত সেনা সদস্য আব্দুল হালিম মিঞা, বিএনপির ওয়ার্ড সভাপতি সাবাজ আলী, যুবদলের ওয়ার্ড সভাপতি মামুন হোসেন, আব্দুল হামিদ মিঞাসহ স্থানীয় লোকজন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রবিউল ইসলাম রুবেল, নির্বাহী সম্পাদক : মো: নাইবুর রহমান এলএল.বি(অর্নাস), এলএলএম। যুগ্ম সম্পাদক : মহিউদ্দিন চৌধুরী । বার্তা সম্পাদক : জাকিরুল ইসলাম। প্রকাশক কর্তৃক শামীম প্রিন্টিং প্রেস, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও ২৮/১/সি টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত। বাণিজ্যিক অফিস : ২২,পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯।