মোঃ আসাদুজ্জমান আপেল পঞ্চগড় : প্রতিনিধি
পঞ্চগড় ঃ কনকনে বাতাস ও শীতে পঞ্চগড়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।
তাপমাত্রা বৃদ্ধি পেলেও শীতের তীব্রতা রয়েছে।
তীব্র শীতে অনেক নিম্ন আয়ের মানুষজন বাড়ি থেকে বের হতে না পারায় কাজে যোগ দিতে পারছে না।
একদিকে শীত বস্ত্রের অভাব ও অন্যদিকে কাজের সুযোগ কমে যাওযায় তারা চরম বিপাকে পড়েছে। দ্রুত তারা সরকারী-বেসরকারী সহায়তা চেয়েছেন।
আজ রোববার (২৩ জানুযারী) সকাল ৯টায় তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ১ ডিগ্রী সেলসিয়াস।
সকালে দুঘটনা এড়াতে পঞ্চগড়ের বিভিন্ন সড়কগুলোতে হেডলাইট জ্বালিয়ে যানবাহনগুলো চলাচল করছে। এদিকে সকাল থেকে আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে।
একটু উষ্ণতা পাবার জন্য রাস্তার পাশে খড়-কুটো জ্বালিয়ে মানুষজন শীত নিবারণের চেষ্টা করছে।
সদর উপজেলার চচ্ছপাড়া গ্রামের মোস্তফা কামাল জানান, পঞ্চগড়ে এবার প্রচন্ড ঠান্ডা পড়েছে। মোটা কাপড়েও ঠান্ডা মানছেনা এবং আগুন তাপছি তবুও ঠান্ডা লাগছে। ঠান্ডার জন্য রাস্তায় চলাফেরা করা যাচ্ছে না।
দিনমুজুর সতিশ চন্দ্র জানান,ঠান্ডার জন্য কাজ করতে পারি না। কেউ আমাদের খোজ খবর নেয় না। মেম্বার চেয়ারম্যানরা তো আমাদের দেখতে আসে না শীতবস্ত্র দেয় না। ছেলে-মেয়ে নিয়ে খুব কস্টে দিন যাপন করতে হচ্ছে।
পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রাসেল শাহ সময় নিউজকে জানান,পঞ্চগড়ের তেঁতুলিয়ায় গত কয়েকদিন থেকে তাপমাত্রা উঠা-নামা করছে।
আজ রোববার (২৩ জানুয়ারী) সকাল ৯ টায় তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ১ ডিগ্রিী সেলসিয়াস।
২৩/১/২০২২
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.