এস.এম.বিপু রায়হান
সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
ঢাকায় অভিযান চালিয়ে অজ্ঞান পার্টির মূলহোতাসহ দুই সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-১২।
শনিবার (২২ জানুয়ারী) দিবাগত রাতে ঢাকার আশুলিয়া থানা এলাকায় অভিযান পরিচালনা করে আঠারো ভরি দুই আনা স্বর্ণ, নগদ দুই হাজার ২০০ টাকা এবং তিনটি মোবাইলসহ তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, ঢাকা জেলার আশুলিয়া থানার শ্রী কন্ডিয়া এলাকার মোঃ আহম্মদ আলীর ছেলে মোঃরফিকুল ইসলাম (ছদ্দ শামীম) (৪৫), গাজীপুর জেলার কালীগঞ্জ থানার মূলগাও এলাকার শ্রী ধাম চন্দ্র বর্মণের ছেলে দীপক চন্দ্র বর্মণ।
র্যাব-১২ এর এ্যাডজুটেন্ট ও অপ্স অফিসার সহকারী পুলিশ সুপার মোঃ মোস্তাফিজুর রহমানের প্রেসবিজ্ঞপ্তির সূত্রে জানা যায়, বিদেশী ফেরত যাত্রী ইব্রাহীম (৪১)। ঢাকার আব্দুল্লাহপুর একতা পরিবনে চারটি সিট নিয়ে চাঁপাইনবাবগঞ্জ উদ্দেশ্যে রওনা দেন৷ পাশের সিটে অজ্ঞান পার্টির রফিকুল ইসলাম (৪৫) এর সাথে পরিচয় হয়। পরিচয় শেষে সকাল ১০টায় সিরাজগঞ্জ হাটিকুমরুল ফুড ভিলেজ হাইওয়ে রেষ্টুরেন্টে খাবার শেষে অজ্ঞান পার্টির রফিকুল বিদেশী ফেরত যাত্রীকে কফি খেতে দেন। খাওয়া শেষে তারা আবার বাস করে গন্তব্যে রওনা দেন। এক পর্যায়ে বিদেশী ফেরত ইব্রাহীম অচেতন হয়ে যায়। এই সুযোগে অজ্ঞান পার্টির রফিকুল ইসলাম ওই বিদেশী ফেরত যাত্রীর স্বর্ণের বার,স্বর্ণের গহণা, মোবাইল, পাসপোর্ট ও ভিসাসহ অন্যান্য সকল মালামাল নিয়ে পালিয়ে যায়৷ বাস চাঁপাইনবাবগঞ্জে পৌঁছালে ওই বিদেশী ফেরত যাত্রীকে বাসের সুপারভাইজার অবচেতন অবস্থায় দেখতে পায় এবং তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে সুস্থ করে।
পরে বিদেশ ফেরত যাত্রীর পক্ষ থেকে তার ভগ্নিপতি মোঃ ইসারুল(৪১) সিরাজগঞ্জের সলঙ্গা থানায় ০১টি মামলা দায়ের করেন এবং পাশাপাশি র্যাব-১২ সহযোগিতা চান৷ এরপর র্যাব -১২ বিশেষ টিম অজ্ঞান পার্টির মূলহোতাসহ দুইজনকে গ্রেফতার করে উদ্ধারকৃত আলামতসহ তাহাদেরকে সিরাজগঞ্জের সলঙ্গা থানায় হস্তান্তর করা হয়।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2025 আলোচিত কণ্ঠ. All rights reserved.