রাকিব হোসেন ঢাকা: পরিবেশবাদী ও স্বেচ্ছাসেবী সংগঠন Team SOAWRP, প্রাণী কল্যাণ অধিকার ও সুরক্ষা সোসাইটি এর সহযোগিতায় প্রায় ৮০ টি কুকুরকে ‘জলাতঙ্ক প্রতিষেধক টিকা’ প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৪ থেকে মোহাম্মদপুর তাজমহল রোড থেকে শুরু করে বিভিন্ন স্থানে গিয়ে কুকুরদের টিকা প্রদান ও জনসচেতনতা বাড়াতে লিফলেট বিতরণ কর্মসূচিগুলো পরিচালনা করছে। এই সময় উপস্থিত ছিলেন ডঃআরমান ব্যারিস্টার জিসান ডাঃ সাহরিয়ার আমিন ডাঃ তৌহিদ রাসেল, ডাঃ তাহসিন, মাসুম, পপি, সোহানা মিমি,মেহেদী হাসান সহ আরো অনেকে। সংগঠনের সভাপতি ডা: তামিমা বলেন, কুকুরগুলোকে জলাতঙ্ক প্রতিরোধী টিকা প্রদান করেছি। এছাড়া অসুস্থ কুকুরকে তাৎক্ষণিক চিকিৎসা দেওয়া হয়েছে। পাশাপাশি তাদের জন্ম নিয়ন্ত্রণের জন্য স্থায়ী বন্ধ্যাকরণ করা হয়েছে। এর মাধ্যমে কুকুরগুলো যেমন নিরাপদ পরিবেশ পাবে তেমনি নিরাপদ থাকবে শিক্ষার্থীরা।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রবিউল ইসলাম রুবেল, নির্বাহী সম্পাদক : মো: নাইবুর রহমান এলএল.বি(অর্নাস), এলএলএম। যুগ্ম সম্পাদক : মহিউদ্দিন চৌধুরী । বার্তা সম্পাদক : জাকিরুল ইসলাম। প্রকাশক কর্তৃক শামীম প্রিন্টিং প্রেস, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও ২৮/১/সি টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত। বাণিজ্যিক অফিস : ২২,পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯।