বানিয়াচং, প্রতিনিধি:: বানিয়াচং থেকে চারটি মেছো বিড়ালের ছানা উদ্ধার করেছেন হবিগঞ্জ বণ্যপ্রাণী ব্যাবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষন বিভাগের লোকজন।
পাশ্ববর্তী জংগলে ছানা এবং মেছো বিড়ালের খাবার ও নিরাপত্তার বিষয়টি পর্যবেক্ষণ করে বন বিভাগের লোকজন অবমুক্ত করে দিলে মা মেছো বিড়াল ছানাগুলো নিয়ে জংগলে চলে যায় ।
রবিবার (২৩ জানুয়ারী) রাত ১০টায় বানিয়াচং উপজেলার যাত্রাপাশা গ্রামের দীপক চক্রবর্তী'র বসতবাড়ী থেকে ছানাগুলো উদ্ধার ও অবমুক্ত করা হয়।
এর পূর্বে ওই বসতবাড়ী'র লোকজন তাদের একটি পরিত্যক্ত ঘরে মেছো বিড়ালের ছানাগুলোর অস্তিত্ব টের পেয়ে উৎসুক লোকজনের অগোচরে নিরাপদে সরিয়ে রাখেন।
পরবর্তীতে বাড়ির মালিক দীপক চক্রবর্তী বানিয়াচং থানাকে অবহিত করেন।
খবর পেয়ে হবিগঞ্জ বন বিভাগের লোকজন থানা পুলিশের সহযোগিতায় ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও অবমুক্ত করে দেন।
এ ব্যাপারে হবিগঞ্জ বণ্যপ্রাণী ব্যবাস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ রেঞ্জ কর্মকর্তা তোফায়েল আহমেদ বলেন, মাত্র ৫/৬ দিনের দুধের ছানাগুলো আমাদের উপস্তিতিতে মা মেছে বিড়াল নিয়ে গেছে।
যেখানে আছে সেখানে নিরাপদেই থাকবে।
আমাদের আহবান সাধারণ মানুষের কাছে তা হলো আপনারা নিরীহ বন্যপ্রাণী হত্যা না করে আমাদের কে জানাবেন।
বানিয়াচং, প্রতিনিধি
২৩ জানুয়ারী ২০২২ইং।।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.