রাণীশংকৈল উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতীকী অনশন পালি
সুজন আলী, রাণীশংকৈল প্রতিনিধি ::
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি কর্তৃক সাধারণ শিক্ষার্থীদের উপর হামলার ন্যায়বিচার, অমানবিক ভিসির অব্যাহতি, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করণ, হলগুলোতে আবাসন সমস্যার সমাধান ও মানসম্মত খাবার পরিবেশ নিশ্চিত করার দাবিতে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতীকী অনশন পালিত হয়েছে।
মঙ্গলবার (২৫ জানুয়ারি) সকাল ১০ টা থেকে ১২:৪৫ মিনিট পর্যন্ত রাণীশংকৈল ডিগ্রী কলেজ শহীদ মিনার প্রাঙ্গণে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসির পদত্যাগের দাবিতে প্রতীকী অনশন পালিত হয়।
সে সময় প্রতীকী অনশনে উপস্থিত ছিলেন, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক মহসিন আলী, উপজেলা যুবদলের আহ্বায়ক আওলাদ হোসেন, পৌর ছাত্রদলের আহ্বায়ক মুক্তার হোসেন সহ ছাত্রদল ও যুবদলের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, আপনারা অবগত আছেন সিলেট শাহজালাল বিশ্ববিদ্যালয়ে ছাত্র-ছাত্রীরা শিক্ষার মান, বাসস্থানের মান খাবারের মান নিয়ে প্রতিবাদ করতে গেলে ভিসি তাদের উপর ন্যক্কারজনক আচরণ করে এবং তার নির্দেশে পুলিশ তাদের ওপর চড়াও হয় । যা একটি অমানবিক বিষয়। আমরা আশা করব সারা দেশে যত শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে তার হলের মান উন্নয়ন ও খাবারের মান উন্নয়ন করতে হবে এবং সেই সাথে শিক্ষকদের ছাত্র-ছাত্রীদের সাথে ভালো ব্যবহার করতে হবে। তারা আরো বলেন ভিসির পদত্যাগ না করা হলে সামনে আরো কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.