মোঃ আসাদুজ্জমান আপেল পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড় ঃ মৃদু শৈত্যপ্রবাহ ও ঘনকুয়াশায় পঞ্চগড়ে আবারও জেঁকে বসেছে শীত। এতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। হিম বাতাস ও ঘনকুয়াশার কারণে শীতের তীব্রতা বৃদ্ধি পেয়েছে। রাত যত গভীর হয় ততই গুড়ি গুড়ি বৃষ্টির ফোটার মত কুয়াশা ঝড়েছে।
শীতের কাপড়ের অভাবে দরিদ্র ও নিম্ন আয়ের মানুষজন রাস্তার পাশে খড়—কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে। শীতে অনেক দরিদ্র ও নিম্ন আয়ের মানুষগুলো বাড়ি থেকে বের হতে না পারায় কাজেও যোগ দিতে পারছেনা। ফলে তারা চরম দুভোর্গে পড়েছে। তারা দ্রুত সরকারী—বেসরকারী সহায়তা চেয়েছেন। এদিকে বিকেল হতেই বইছে হিম বাতাস সেই সাথে বাড়ছে তীব্র শীত। সন্ধ্যা নামতেই পঞ্চগড় বাজারে মানুষের আনা—গোনা কমে যায়।
আজ সকালে ঘনকুয়াশা থাকার কারণে জেলার বিভিন্ন সড়কগুলোতে হেডলাইট জ্বালিয়ে যানবাহানগুলোকে চলাচল করতে দেখা গেছে।
পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ইনচার্জ মোঃ রাসেল শাহ জানিয়েছেন পঞ্চগড়ের তেঁতুলিয়ায় কয়েকদিন থেকে তাপমাত্রা উঠা—নামা করছে। আজ বুধবার (২৬ জানুয়ারী) সকাল ৯ টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৮ ডিগ্রী সেলসিয়াস।
২৬.০১.২০২২
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.