এস.এম.বিপু রায়হান, সিরাজগঞ্জ
ক্লিন সিরাজগঞ্জ, গ্রীন সিরাজগঞ্জ এর উদ্যোগে অসহায় শিশু আয়ানকে চিকিৎসার জন্য নগদ আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।
বুধবার (২৬ জানুয়ারি) সকাল ১১টায় ফজল খান রোডস্থ ক্লিন সিরাজগঞ্জ, গ্রীন সিরাজগঞ্জ কার্যালয়ে শিশু আয়ানের সুস্থ্যতার জন্য ক্লিন সিরাজগঞ্জ গ্রীন সিরাজগঞ্জ পরিবারের পক্ষ থেকে নগদ পচিঁশ হাজার টাকা ও সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির পক্ষ থেকে নগদ দশ হাজার টাকা চিকিৎসা জন্য অর্থ প্রদান করা হয়।
চিকিৎসা অনুদান পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জের প্রবীন রাজনৈতিক ব্যক্তিত্ব, সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির প্রেসিডেন্ট, বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব আবু ইউসুফ সূর্য।
এ সময় উপস্থিত ছিলেন সদর থানা আওয়ামীলীগের সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোঃ শাহজামাল, ক্লিন সিরাজগঞ্জ, গ্রীন সিরাজগঞ্জ এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আশিক আহমেদ প্রমুখ।
এ সময় প্রধান অতিথি বক্তব্যে বলেন, ক্লিন সিরাজগঞ্জ, গ্রীন সিরাজগঞ্জ সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, আশিক আহমেদ কে ধন্যবাদ জানাই যে অসহায় শিশু আয়ানের পাশে নগদ অর্থ দিয়ে দাঁড়ানোর জন্য। প্রতিটি ভালো কাজের মানবতার সেবক হয়ে এই সংগঠনটি কাজ করে যাবে বলে আমার বিশ্বাস। সমাজের প্রতিটি মানুষের উচিত এই ধরণের ভালো কাজে পাশে দাঁড়ানো। আমি শিশু আইনের সুস্থতা কামনা করি। এ সময় ক্লিন সিরাজগঞ্জ, গ্রীন সিরাজগঞ্জের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আশিক আহমেদ বলেন, আয়ানের চিকিৎসা চলাকালীন অবস্থায় আমরা আরো সার্বিক সহযোগিতা করে যতটুকু পারি করে যাব।
উল্লেখ্য ইতিপূর্বে সংগঠনের উপদেষ্টা জনাব মুনহেমুল করিম খান এবং তার পরিবারের পক্ষ থেকে দশ হাজার টাকা আয়ানের পরিবারের হাতে তুলে দেয়া হয়েছে।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2025 আলোচিত কণ্ঠ. All rights reserved.