মো. মুশফিক হাওলাদার বিশেষ প্রতিনিধি: বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির, লালমোহন থানা শাখার উত্তর শাখার অন্তর্গত, কালমা ইউনিয়নের ইফতার মাহফিল সফলভাবে সম্পূর্ণ হয়েছে। শুক্রবার (২১ মার্চ) কালমা ইউনিয়নের ডাওরী হাট ফাজিল ডিগ্রি মাদ্রাসা হলরুমে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। কালামা ইউনিয়ন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সভাপতি মোঃ শাকিল হাসানের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ভোলা জেলার সভাপতি মোঃ জসিম উদ্দিন হাওলাদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কালমা ইউনিয়নের সভাপতি মাওলানা এমদাদ উল্লাহ, জেলা অর্থ সম্পাদক মো: রুবেল,লালমোহন উত্তর থানা সভাপতি মোহাম্মদ আব্দুর রহমান। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষার্থী ও এলাকার শুভাকাঙ্ক্ষীবৃন্দ। এসময় প্রধান অতিথি তার বক্তব্য, বলেন রমজান আমাদের আত্মশুদ্ধির মাস। এ মাস শুধু উপবাস থাকার জন্য নয়, বরং সংযম, সহানুভূতি ও আত্মগঠনের শিক্ষা দেয়। রমজান আমাদের ধৈর্য্য সহনশীলতা ও মানবিকতা শেখায়, যাতে আমরা সমাজের দুঃস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারি। বিশেষ অতিথির বক্তব্যে মাওলানা এমদাদ উল্লাহ বলেন, আসুন, আমরা এই রমজানে শুধু ইবাদতে সীমাবদ্ধ না থেকে পরস্পরের প্রতি দয়া ও সহানুভূতির হাত বাড়িয়ে দেই। দান-সদকা, প্রতিবেশীর প্রতি দায়িত্ব পালন এবং সমাজের দুর্বল মানুষদের সাহায্য করার মাধ্যমেই আমরা প্রকৃত রমজানের শিক্ষা বাস্তবায়ন করতে পারি। অনুষ্ঠানে দোয়া মুনাজাত পরিচালনা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কালমা ইউনিয়ন সভাপতি মাওলানা এমদাদ উল্লাহ।
প্রকাশক মোঃ রবিউল ইসলাম।
সম্পাদক : মোঃ নাইবুর রহমান [এলএল.বি (অনার্স), এলএল.এম
(ইউডা)] । বার্তা সম্পাদক : মোঃ জাকিরুল
ইসলাম [এম.এ(ইংলিশ), বি আই ইউ। বি.এড (টি টি সি)] অফিস :
২২, পশ্চিম- ধানমন্ডি, শংকর,
ঢাকা -১২০৯, বাংলাদেশ।
ইমেইল নিউজ :editor@alochitokantho.com.bd/ alochitokantho@gmail.com
ভিজিট ওয়েব সাইট : www.alochitokantho.com.bd