শেখ মারুফ হোসেন কালিগঞ্জ প্রতিনিধিঃ সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের নির্মাণ কাজ শুরু হয়েছে। এ উপলক্ষে রোববার (২১ সেপ্টেম্বর) সকাল ১০টায় ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) বাস্তবায়নে প্রায় ৯৭ লাখ টাকা ব্যয়ে এই ভবন নির্মাণ করা হবে বলে জানা গেছে। ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী জাকির হোসেন, উপ-সহকারী প্রকৌশলী সজল কুমার রায়, ঠিকাদার ইলিয়াস হোসেন, ইউনিয়ন উপ-সহকারী ভূমি কর্মকর্তা আব্দুর রহমানসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা, কর্মচারী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রবিউল ইসলাম রুবেল, নির্বাহী সম্পাদক : মো: নাইবুর রহমান এলএল.বি(অর্নাস), এলএলএম। যুগ্ম সম্পাদক : মহিউদ্দিন চৌধুরী । বার্তা সম্পাদক : জাকিরুল ইসলাম। প্রকাশক কর্তৃক শামীম প্রিন্টিং প্রেস, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও ২৮/১/সি টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত। বাণিজ্যিক অফিস : ২২,পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯।