মোঃ খলিলুর রহমান সাতক্ষীরা ::
সাতক্ষীরায় করোনা উপসর্গ নিয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় বিভিন্ন সময়ে তাদের মৃত্যু হয়।
মৃত ব্যক্তিরা হলেন সাতক্ষীরা সদরের পলাশপোল এলাকার বিলকিস বেগম (৫০), ভোমরা ইউনিয়নের লক্ষিদাড়ী গ্রামের খালেদা বেগম (৫৫), কালিগঞ্জ উপজেলার বাজারগ্রামের শেখ আবেদার রহমান (৮০), বাঁশদাহ গ্রামের শাকিলা খাতুন (৫০) ও চম্পাফুল গ্রামের সুবোধ গাইন (৭৫)।
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের প্রধান ডা. মানস কুমার মন্ডল বলেন, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে চিকিৎসাধীন পাঁচজনের মৃত্যু হয়েছে। বর্তমানে হাসপাতালে করোনা পজিটিভ হয়ে সাতজন চিকিৎসাধীন রয়েছেন। এ ছাড়া ৩৫জন উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন। জেলায় আবারও করোনা সংক্রমণের বাড়ছে।
এদিকে গত ২৪ ঘণ্টায় ২৩৮ জনের নমুনা পরীক্ষা করে ৭১ জনের শরীরে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এদের মধ্যে ৪২ জন হাসপাতালে চিকিৎসাধীন, বাকিরা বাড়িতে হোম আইসোলেশনে রয়েছেন।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.