মোঃ সাজ উদ্দিন সাজু, সিলেট জেলা প্রতিনিধি: উত্তরপূর্ব সিলেটের সবচেয়ে বড় সংগঠন বৃহত্তর জৈন্তা পাথর শ্রমিক ট্রেড ইউনিয়নের সভা অনুষ্ঠিত।
২৭ জানুয়ারি (বৃহস্পতিবার) বিকাল ০৫:০০ ঘটিকায় বৃহত্তর জৈন্তা পাথর শ্রমিক ট্রেড ইউনিয়ন রেজি. নং. চট্ট. ১৯০৯ এর নিজন্ব কার্যালয়ে জরুরী সভায় সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ কামাল মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোস্তফা কামালের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক নিজপাট ইউপি'র চেয়ারম্যান ও অত্র সংগঠনের সাবেক সভাপতি মঞ্জুর এলাহী সম্রাট, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি নূরুল ইসলাম, সাধারণ সম্পাদক আবুল হোসেন মোঃ হানিফ, সংগঠনের শ্রমিক নেতা আব্দুর রব, আলী আকবর, জমির উদ্দিন, মোস্তফা মিয়া, আফছার উদ্দিন প্রমুখ।
সভায় আরও উপস্থিত ছিলেন সংগঠনের বিভিন্ন ইউনিটের সভাপতি সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক বৃন্দরা৷ সভায় সর্বসম্মতিক্রমে কমিটির ১৪ সদস্যদের ভোট গ্রহণের মাধ্যমে সভাপতি নির্বাচন করার জন্য মতামত নিয়ে ভোট গ্রহণ করেন৷ উপদেষ্টার সম্মুখে সভাপতি পদে তিন জন প্রার্থীতা ঘোষণা করেন তারা হলেন- মোঃ আলী আকবর, মোঃ জমির উদ্দিন, মোঃ আব্দুর রব৷ পরে কমিটির সদস্যররা তাদের গোপন ভোট প্রদান করে৷ গোপন ভোটে মোঃ আলী আকবর ১২ টি ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন, তার নিকটতম প্রার্থী মোঃ আব্দুর রব ০২ টি ভোট পান অপর প্রার্থী মোঃ জমির উদ্দিন কোনো ভোট পাননি৷ সংগঠনের প্রধান উপদেষ্টা কামাল আহমদ বৃহত্তর জৈন্তা পাথর শ্রমিক ট্রেড ইউনিয়নের চলতি মেয়াদের দায়িত্ব পালনের জন্য সভাপতি হিসেবে মোঃ আলী আকবর নাম ঘোষণা করেন৷
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2025 আলোচিত কণ্ঠ. All rights reserved.