হেলাল হোসেন কবির ।।
নিখোঁজ হওয়ার তিমবছর পর অটোচালক শাহাজাহান (৪০)কে জীবিত উদ্ধার করেছে লালমনিরহাট সদর থানা পুলিশ।
বৃহস্পতিবার(২৭ জানুয়ারী) দুপুরে লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ শাহা আলম অটো চালক শাহাজাহানকে উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন।
নিখোঁজ হওয়া ব্যক্তির নাম শাহাজাহান আলী ওরফে নাহিদ। তিনি জেলার কালীগঞ্জ উপজেলার কাকিনা ইউনিয়নের ঈশ্বরকুল এলাকার হবিবর রহমানের ছেলে।
জানা যায়, ২০১৯ সালের ২৭ মার্চ সদর উপজেলার হাড়িভাঙ্গার শ্বশুর বাড়ি থেকে রাতের খাবার খেয়ে বাড়ি থেকে বাহিরে বের হওয়ার পর শাজাহান আলী নাহিদ নামে এক ব্যক্তি নিখোঁজ হয়। অনেক খোজাঁখুজির পর স্বামীকে না পেয়ে পরের মাসের ৮ এপ্রিল স্ত্রী মতিয়া বেগম লালমনিরহাট সদর থানায় স্বামী নিখোঁজের একটি সাধারন ডায়েরী করেন। নিখোঁজ হওয়ার কয়েকদিন পরে তার গ্রামের বাড়ির পাশ থেকে শাহাজাহানের রক্তমাখা লুঙ্গী ও জামা উদ্ধার হয়। উদ্ধার হওয়া জামা ও লুঙ্গি স্বামী শাহাজাহানের বলে সনাক্ত করেন তার স্ত্রী মতিয়া। ওই সময় এ সংক্রান্ত একটি সংবাদ বেশ কিছু পত্রিকায় প্রচারিত হয়েছিল। এর পর শাহাজাহানের গ্রামের বাড়ি কাকিনা এলাকায় সোরগোল পরে শাহাজাহানকে জমি সংক্রান্ত বিরোধের জেরেই হত্যা করে লাশ গুম করা হয়েছে। দীর্ঘ তিন বছর পর নিখোঁজ হওয়া সেই শাহাজাহানকে জেলার প্রাণকেন্দ্র মিশনমোড় চত্বর থেকে তাকে জীবিত উদ্ধার করেছে সদর থানা পুলিশ। এ ঘটনায় জেলা জুড়ে প্রসংশায় ভাসছে সদর থানা পুলিশ।
পুলিশ জানায়, জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষকে ফাঁসাতে আজ থেকে তিন বছর আগে নিজে থেকে আত্মগোপন করেছিলেন শাহাজাহান আলী নাহিদ। গতকাল বুধবার রাতে মিশনমোড় চত্বর থেকে তাকে উদ্দার থানায় নিয়ে যাওয়া হয়।
লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ শাহা আলম বলেন, তিন বছর আগে নিখোঁজ হওয়া শাহাজাহান আলী নাহিদকে গতকাল উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৭ জানুয়ারী) দুপুরে তাকে ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরন করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2025 আলোচিত কণ্ঠ. All rights reserved.