বিপ্লব পাল, সিলেট। সিলেটের কোম্পানীগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৮০০ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ১জন আটক হলেও অপর আরেকজন পালিয়ে যায়। জানা যায়,শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বিভাগীয় কার্যালয় সিলেটের এএসআই মোহাম্মদ মুস্তফা কামালের নেতৃত্বে একটি বিশেষ টিম অভিযান পরিচালনা করে। অভিযানে কোম্পানীগঞ্জ গ্রামের মৃত শরিয়ত আলীর ছেলে তুরাপ আলী (৪৫) কে আটক করা হয়। তবে একই গ্রামের (গৌখালের পাড়) এলাকার একজন ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। অভিযান শেষে উদ্ধারকৃত ৮০০ বোতল ভারতীয় মদ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের হেফাজতে রাখা হয়। পরে আটককৃত তুরাপ আলীকে থানায় নিয়ে গিয়ে এজাহার দায়েরের পর সন্ধ্যা সাড়ে ৭টায় কোম্পানীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রবিউল ইসলাম রুবেল, নির্বাহী সম্পাদক : মো: নাইবুর রহমান এলএল.বি(অর্নাস), এলএলএম। যুগ্ম সম্পাদক : মহিউদ্দিন চৌধুরী । বার্তা সম্পাদক : জাকিরুল ইসলাম। প্রকাশক কর্তৃক শামীম প্রিন্টিং প্রেস, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও ২৮/১/সি টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত। বাণিজ্যিক অফিস : ২২,পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯।