স্বপন কুমার রায় খুলনা ব্যুরো প্রধান
মানসিক বিকাশ ও শাররীক উৎকর্ষ সাধনে খেলাধুলার গুরুত্ব
অপরিসীম। একজন খেলোয়াড পারে আন্তজার্তিক পর্যায়ে ক্রিড়া নৈপুন্ন দেখিয়ে দেশের নাম উজ্জল করতে।তাই স্বাস্হ্যও শরীর কে প্রফুল্ল রাখতে সকলকে খেলাধুলার চর্চাকরা আব্যশ্যক।আজ ২৮ জানুয়ারী শুক্রবার খুলনার দাকোপের লাউডোব ইউনিয়ন এর মাঠে লাউডোব ও বানীশন্তার যুবসমাজের আয়োজনে স্বাধীনতার সুবর্ন জয়ন্তী ও মুজিব শতবর্ষে উপলক্ষে ৮ দলীয় ভলিবল টুর্ন্নামেন্টেরউদ্বোধনী খেলা অনুষ্ঠানের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কায্যনির্বাহী কমিটির সদস্য,আইন ও বিচার বিভাগীয় সংসদীয় কমিটির অন্যতম সদস্য এ্যাডঃ গ্লোরিয়া সরকার ঝর্ণা এমপি এসব কথা বলেন। তিনি আরো বলেন উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনাকেবার বার রাষ্ট্রীয় ক্ষততায় রাখতে হবে।
উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক ও লাউডোব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ যুবরাজের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সন্জয় কুমার মোড়ল নিহার মন্ডল,সুখেন্দু শেখর রায়,মলয় রায়,
উপস্হিত ছিলেন নিতাই সরকার,কৃষ্ণপদ বাছাড়,অমর সরকার,বিকাশ বাইন,উত্তম মন্ডল,উজ্বল পশারী,স্বপন মন্ডল,অজয় বাইন,হিন্ময় সরকার,প্রমুখঃ
খেলাটিতে বাজুয়া ভলিবল একাদশ বনাম গাংনী ভলিবল একাদশ চুড়ান্ত খেলায় উপনীত হয় ব্যাপক প্রতিদ্বীতার মধ্য গাংনী ভলিবল একাদশ বিজয় লাভ করে রানার্স -আপ হয়।
বিজয়ী দল গাংনী একাদশ ট্রফি হিসাবে ত্রিশ হাজার টাকা প্রদান করেন লাউডোব ইউনিয়ন পনিষদের চেয়ারম্যন শেখযুবরাজ,এবং রানার্স-আপ ভলিবলের অধিনায়কে কুড়ি হাজার টাকার ট্রফি হিসাবে তুলেদেন সন্জয় মোড়ল।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.