(নাটোর বিশেষ) প্রতিনিধিঃ
নাটোরের লালপুরে নর্থ বেঙ্গল সুগার মিলে শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন দ্বি-বার্ষিক সাধারণ নির্বাচনে নব-নির্বাচিত সম্পাদক মন্ডলী ও সদস্যবৃন্দের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে ।
আজ শনিবার (২৯ জানুয়ারি ) দুপুরে মিলের প্রশাসনিক ভবনের সামনে নব-নির্বাচিত সভাপতি খন্দকার শহীদুল ইসলাম, সহ সভাপতি মঞ্জুর রহমান ও সাধারণ সম্পাদক আব্দুল মমিন, সহ সাধারণ সম্পাদক নাহিদুজ্জাম নাহিদ সহ ১৭ জনকে মিলের উপ-ব্যবস্থাপক (প্রশা ) আনিছুর রহমান ও সহকারী নির্বাচন কমিশনার এই শপথ বাক্য পাঠ করান।
অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে বক্তব্য রাখেন নাটোর-১ (লালপুর- বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল।
বিশেষ অতিথি থেকে বক্তব্য রাখেন মিলের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ হুমায়ুন কবীর।
এসময় অন্যোন্যর মধ্যে উপস্থিত ছিলেন সিবিএর সাবেক সভাপতি গোলাম কাওছার ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন পিন্টু, সম্পাদক মন্ডলীগণ ও সদস্যবৃন্দ সহ শ্রমিক ও কর্মচারীরা।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.