বরগুনার বামনায় সাংবাদিকের পিতার মৃত্যুতে দোয়া মোনাজাত অনুষ্ঠি
মোঃ আল আমিন হোসেন বরগুনা প্রতিনিধিঃ
বরগুনার বামনা প্রেসক্লাবের উদ্যোগে আজ শনিবার প্রেসক্লাব মিলনায়তনে বিকাল সাড়ে ৩টায় সাংবাদিক মোঃ মিজানুর রহমান টিপু’র পিতা মোঃ মোস্তফা কামাল খানের মৃত্যুতে তার রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাব সভাপতি ওবায়দুল কবীর আকন্দ দুলালের সভাপতিত্বে দোয়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন বামনা সদর ইউনিয়নের চেয়ারম্যান এডভোকেট চৌধুরী কামরুজ্জামান সগীর। এ সময় উপস্থিত ছিলেন বামনা প্রেসক্লাবের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। দোয়া মোনাজাত পরিচালনা করেন উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম হাফেজ মোঃ মফিজুল ইসলাম।