মোঃ সাজ উদ্দিন সাজু, সিলেট জেলা প্রতিনিধি:
সিলেট জেলার জৈন্তাপুর উপজেলায় "কুষ্ঠ রোগীর সামাজিক মর্যাদায় ঐক্যবদ্ধ আমরা সবাই" প্রতিপাদ্য নিয়ে বিশ্ব কুষ্ঠ দিবস পালিত হয়েছে।
৩০ জানুয়ারি (রবিবার) সকাল ১০:৩০ ঘটিকায় জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হল রুমে হীড বাংলাদেশ জৈন্তাপুরের আয়োজনে বিশ্ব কুষ্ঠ দিবস পালিত হয়। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. হিল্লোল শাহ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জৈন্তাপুর প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি আব্দুল হালিম, জৈন্তাপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মো. রেজওয়ান করিম সাব্বির, টিভি এন্ড ল্যাপরোসী এসিস্ট্যান্ট মো. সবুজ মিয়া, টিভি কন্টেল এসিস্ট্যান্ট মো. খায়ের মিয়া, কমিউনিটি ফ্যাসিলেটর নাজির আহমদ। আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও নার্সগণ।
বিশ্ব কুষ্ঠ দিবস আলোচনা সভায় কুষ্ঠ রোগের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। ২০১৭ থেকে ২০২১ সাল পর্যন্ত জৈন্তাপুর উপজেলায় প্রাথমিকভাবে ২৩৮ জন সন্দেহজনক রোগী চিহ্নিত করা হয়। তারমধ্যে থেকে পরীক্ষা-নিরীক্ষা করে ২৬ জন রোগী পাওয়া যায়। ২০৩০ সালের মধ্যে বাংলাদেশ কুষ্ঠমুক্ত করতে সরকারের পাশাপাশি বিভিন্ন এনজিও সংস্থা কাজ করে যাচ্ছে।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.