লিটন পাঠান, হবিগঞ্জ জেলা প্রতিনিধি
হবিগঞ্জের বাহুবলে ইউপি নির্বাচনে নৌকার ভরাডুবি হয়েছে। ৭ ইউপি’র মাঝে মাত্র ২টিতে নৌকা, ১টিতে নৌকার বিদ্রোহী, ১টিতে লাঙ্গল এবং বাকী ৩টিতে স্বতন্ত্র প্রার্থীরা শেষ হাসি হেঁসেছেন। বিজয়ীদের মাঝে ৩ জন নতুনমুখ ও ২ জন বর্তমান ও ২ জন সাবেক চেয়ারম্যান।
নির্বাচন অফিস সূত্র জানায়, ১নং স্নানঘাট ইউনিয়নে ৩,৩৪৬ ভোট পেয়ে বেসরকারি ভাবে বিজয়ী হয়েছেন মোঃ তোফাজ্জল হক রাহিন (ঘোড়া)। তার নিকটতম প্রতিদ্ব›িদ্ব মোঃ তাজুল ইসলাম (আনারস) পেয়েছেন ২,৭২৪ ভোট।
২নং পুটিজুরী ইউনিয়নে ৫,৯৫৮ ভোট পেয়ে বেসরকারি ভাবে বিজয়ী হয়েছেন মোঃ মুদ্দত আলী (নৌকা)। তার নিকটতম প্রতিদ্ব›িদ্ব খোরশেদ আলম (ঘোড়া) পেয়েছেন ৫,০১১ ভোট।
৩নং সাতকাপন ইউনিয়নে ৪,৮০৬ ভোট পেয়ে বেসরকারি ভাবে বিজয়ী হয়েছেন মোঃ আব্দুর রেজ্জাক (আনারস)। তার নিকটতম প্রতিদ্ব›িদ্ব শাহ আবদাল মিয়া (লাঙ্গল) পেয়েছেন ৪,০০০ ভোট।
৪নং বাহুবল সদর ইউনিয়নে ৭,৪০৮ ভোট পেয়ে বেসরকারি ভাবে বিজয়ী হয়েছেন আজমল হোসেন চৌধুরী (ঘোড়া)। তার নিকটতম প্রতিদ্ব›িদ্ব রিফাত ইসলাম মুরাদ (নৌকা) পেয়েছেন ২,০৯০ ভোট।
৫নং লামাতাসী ইউনিয়নে ৩,২৪৮ ভোট পেয়ে বেসরকারি ভাবে বিজয়ী হয়েছেন উস্তার মিয়া তালুকদার (লাঙ্গল)। তার নিকটতম প্রতিদ্ব›িদ্ব মোঃ শাহিন মিয়া (আনারস) পেয়েছেন ২,৪৪৯ ভোট।
৬নং মিরপুর ইউনিয়নে ৩,৯১১ ভোট পেয়ে বেসরকারি ভাবে বিজয়ী হয়েছেন মোঃ শামীম (চশমা)। তার নিকটতম প্রতিদ্ব›িদ্ব মোঃ সাইফুদ্দিন (নৌকা) পেয়েছেন ২,৭১৯ ভোট।
৭নং ভাদেশ্বর ইউনিয়নে ৫,৯০৮ ভোট পেয়ে বেসরকারি ভাবে বিজয়ী হয়েছেন মোঃ কামরুজ্জামান (নৌকা)। তার নিকটতম প্রতিদ্ব›িদ্ব মোঃ আব্দুর রউফ বাহার (চশমা) পেয়েছেন ৪,৯৬৬ ভোট।
শায়েস্তাগঞ্জ ইউপিতে বিদ্রোহী বুলবুল’র বিশাল জয়।
শায়েস্তাগঞ্জ উপজেলার ৮নং ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন বর্তমান চেয়ারম্যান মোঃ বুলবুল খাঁন। তিনি আনারস প্রতীক নিয়ে ৫ হাজার ৬৬ ভোট পেয়েছেন। গতকাল সোমবার সন্ধ্যায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান
৮নং শায়েস্তাগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।
ঘোষণাকৃত ফলাফল থেকে জানা যায় চেয়ারম্যান পদে বুলবুল খাঁন আনারস প্রতীক নিয়ে মোট ভোট পেয়েছেন ৫ হাজার ৬৬ টি। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী আব্দুস সামাদ নৌকা প্রতীক নিয়ে মোট ভোট পেয়েছেন ২ হাজার ১শ ২৪ ভোট এছাড়াও লাঙ্গল প্রতীক নিয়ে মোঃ মুখলিস মিয়া ১৫০ ভোট।
আমিন আহম্মেদ খাঁন রাজিব ঘোড়া প্রতীক নিয়ে ৪২১ ভোট এবং আসমা আক্তার লাকি চশমা প্রতীক নিয়ে ৫৯ ভোট পেয়েছে শায়েস্তাগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনে মোট ভোটার ৯ হাজার ৯ শ ৮২ জন। এর মধ্যে মোট ভোট কাস্ট হয়েছে ৭ হাজার ৮শ ৩২টি বাতিল হয়েছে ১২টি ভোট।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.