মোঃ সাজ উদ্দিন সাজু, সিলেট জেলা প্রতিনিধি:
সিলেট জেলার জৈন্তাপুরে সূচনা প্রকল্পের আওতায় কিশোরীদের সাফল্য গাঁথা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত৷
০১ ফেব্রুয়ারী (মঙ্গলবার) সকাল ১১:০০ ঘটিকায় জৈন্তাপুর উপজেলা পরিষদ মিলনায়তনে সূচনা প্রকল্পের কর্তৃক কিশোরীদের সাফল্য গাঁথা বিষয়ক কর্মশালায় জৈন্তাপুর উপজেলা সমাজসেবা অফিসার এ.কে আজাদ ভূইয়া'র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ৷ এছাড়া সাফল্য গাঁথা বিষয়ক কর্মশালায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগণ এবং সূচনা প্রকল্পের কর্মকর্তাবৃন্দরা উপস্থিত ছিলেন৷
এসময় সূচনা প্রকল্পের ঋণ নিয়ে এবং প্রশিক্ষণ সফলতা পেয়ে উপজেলা বিভিন্ন গ্রামের সদস্যরা বিভিন্ন খামার, হাঁস-মুরগী, ছাগল-ভেড়া ও গরু পালন করে নিজেদের সফলতা নিয়ে বক্তব্য রাখেন উপজেলার কামরাঙ্গী গ্রামের খালেদা বেগম, রহিমা খাতুন, পাখিবিল গ্রামের নুরজাহান বেগম, মুসলিমা বেগম, বাইরাখেল গ্রামের মিনারা বেগম, গুয়াবাড়ী গ্রামের সোনারা বেগম, আলফিনা খাতুন প্রমুখ৷
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান কামাল আহমদ বলেন, সূচনা প্রকল্পের মাধ্যমে জৈন্তাপুরের বিভিন্ন গ্রামের কিশোরীরা তাদের সাফল্য গাঁথা তুলে ধরলেন৷ আমরা সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা বিষয়টি জানলাম৷ কিন্তু আয়োজক বৃন্দরা যদি জৈন্তাপুর প্রেসক্লাব সহ উপজেলা সংবাদকর্মীদের মাধ্যমে বিষয়টি সংবাদপত্রে তাদের এই কার্যক্রম তুলে ধরতেন তাহলে উপজেলা অন্যান্য কিশোরীরাও আরও বেশি আগ্রহী হতেন৷ এই সমাবেশে কোন সংবাদকর্মীদের রাখা হলো না৷ আমি সংশ্লিষ্টদের বলবো এসব কিশোরীদের গল্প উপজেলায় ছড়িয়ে দিতে আপনারা মিডিয়া বান্ধব হোন তাহলে আপনাদের সুনাম বৃদ্ধি হবে৷ আগ্রহী কিশোর কিশোরীরা সফলতায় উৎসাহী হবে৷
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.