মোঃ সাহিদুল ইসলাম, নীলফামারী প্রতিনিধিঃ ৬ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে নীলফামারীর ডোমার উপজেলার জোড়াবাড়ী থেকে খলিলুর রহমান ডাবলু (৬০) নামের এক মাংস বিক্রেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (৬ই এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে জোড়াবাড়ী ইউনিয়নের ধঞ্চনপুর বাজার থেকে অভিযুক্ত খলিলুর রহমান ডাবলুকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ডাবলু ইউনিয়নটির ৮নং ওয়ার্ডের বেতগাড়া ডাক্তারপাড়া এলাকার মৃত ইয়াছিন আলীর পুত্র। তিনি পেশায় একজন মাংস বিক্রেতা। পুলিশ সুত্রে জানা যায়, ভুক্তভোগী শিশুটির পিতা মোঃ গোলাম মির্জা শনিবার (৫ই এপ্রিল) রাতে গ্রেপ্তারকৃত খলিলুর রহমান ডাবলুর বিরুদ্ধে একটি ধর্ষণ চেষ্টার অভিযোগ দায়ের করেন। অভিযোগ সুত্রে জানা যায়, গত ২৮শে মার্চ (শুক্রবার) বিকাল আনুমানিক সাড়ে ৩টার দিকে অভিযুক্ত ডাবলুর বাড়ির সামনে শিশুটি খেলাধুলা করছিল। এসময় অভিযুক্ত তাকে একা পেয়ে ফুসলিয়ে ঘরের ভিতর নিয়ে শিশুটির ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণের চেষ্টা করে। ভুক্তভোগীর আর্তচিৎকারে এলাকার লোকজন ছুটে এলে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল থেকে সটকে পড়েন ডাবলু। ঘটনার বিষয়ে শিশুটির স্বজনরা জানান, অভিযুক্ত মাংস বিক্রেতা খলিলুর রহমান ডাবলু তার নিজ বাড়িতে ডেকে নিয়ে শিশুটির সাথে অনৈতিক আচরণ করেন। পরবর্তীতে অর্থের বিনিময়ে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন তিনি। ঘটনাটির তদন্ত সাপেক্ষে দৃষ্টান্তমূলক শাস্তি চায় পরিবার। এব্যাপারে জানতে অভিযুক্ত খলিলুর রহমান ডাবলুর সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি। তবে ঘটনাটিকে মিথ্যা ও ভিত্তিহীন বলে জানিয়েছেন অভিযুক্তের ছেলে ইউনিয়ন জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক মাহমুদ রিপন। তিনি বলেন, আমাকে রাজনৈতিকভাবে হেয় করার পাশাপাশি দলীয় ভাবমূর্তি নষ্ট করতে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে প্রতিপক্ষরা আমার বাবার নামে মিথ্যা অভিযোগ রটাচ্ছে। এবিষয়ে ডোমার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আরিফুল ইসলাম জানান, শনিবার রাতে ভুক্তভোগী শিশুটির পিতা মোঃ গোলাম মির্জা বাদী হয়ে খলিলুর রহমান ডাবলুর বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার অভিযোগ দায়ের করেন। এরই প্রেক্ষিতে রবিবার বেলা সাড়ে ১১টার দিকে ধঞ্চনপুর বাজার থেকে তাকে গ্রেপ্তার করে দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।
প্রকাশক মোঃ রবিউল ইসলাম।
সম্পাদক : মোঃ নাইবুর রহমান [এলএল.বি (অনার্স), এলএল.এম
(ইউডা)] । বার্তা সম্পাদক : মোঃ জাকিরুল
ইসলাম [এম.এ(ইংলিশ), বি আই ইউ। বি.এড (টি টি সি)] অফিস :
২২, পশ্চিম- ধানমন্ডি, শংকর,
ঢাকা -১২০৯, বাংলাদেশ।
ইমেইল নিউজ :editor@alochitokantho.com.bd/ alochitokantho@gmail.com
ভিজিট ওয়েব সাইট : www.alochitokantho.com.bd