এস.এম.বিপু রায়হান
সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের রায়গঞ্জে ট্রাক ও যাত্রীবাহী ব্যাটারী চালিত ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে ইজিবাইকের চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় ইজিবাইকের দুই যাত্রী আহত হয়েছেন।
আজ বুধবার সকাল সাড়ে ৭ টার দিকে রায়গঞ্জ-সিরাজগঞ্জ আঞ্চলিক সড়কের রায়গঞ্জ উপজেলার হাসিলা রঘুনাথপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- সিরাজগঞ্জ সদর থানার নওদা ফুলকোচা গ্রামের গোপিনাথ হালদারের ছেলে ও ইজিবাইক চালক মানিক হালদার (৫০) এবং যাত্রী টাঙ্গাইল সদর থানার কাঠুয়া যৌগনী গ্রামের মৃত নব কিশোরের ছেলে দিনেশ কুমার সরকার(৪৫)।
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, সকালে সিরাজগঞ্জ থেকে বগুড়াগামী একটি ট্রাক হাসিলা রঘুনাথপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী ব্যাটারী চালিত ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজিবাইকের চালক ও এক যাত্রী ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় আহত দুই যাত্রীকে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় রাখা হয়েছে।
ঘাতক ট্রাকটি আটক করা গেলেও চালক ও হেলপার পলাতক রয়েছে।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2025 আলোচিত কণ্ঠ. All rights reserved.