তাহিরপুর প্রতিনিধি সুনামগঞ্জ।
তাহিরপুর উপজেলার শ্রীপুর দঃ ইউনিয়ন পরিষদ নির্বাচনে বি এনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী তাহিরপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি বিশিষ্ট সমাজ সেবক যুব সমাজের আইকন জনাব আলী আহমেদ মুরাদ শ্রীপুর দঃ ইউনিয়নের বিভিন্ন স্থানে শেষ মুহুর্তের প্রচারনায় ব্যাস্ত সময় পার করছেন।
তিনি শ্রীপুর দঃ ইউনিয়নের ঐতিহ্যবাহী গ্রাম পাটাবুকা থেকে শ্রীপুর পর্যন্ত শেষ মুহুর্তের প্রচারনা শুরু করেন । এসময় আবাল বৃদ্ধ-বনিতার ঢল নেমে আসে।
আগামী ৭ ই ফেব্রুয়ারী ৭ ম ধাপে শ্রীপুর দঃ ইউনিয়ন পরিষদ নির্বাচন।নির্বাচন যতই ঘনিয়ে আসছে ঢোল প্রতীকের জনসমর্থন তথই বাড়ছে। হাট-বাজার, চায়ের দোকান, মাঠে-ঘাটে বেশির ভাগ মানুষ ঢোল প্রতীকের প্রতি সমর্থন জানিয়ে আলাপ আলোচনায় মুখর হয়ে উঠেছেন।
শ্রীপুর দঃ ইউনিয়নে বিভিন্ন স্থানে নানা শ্রেনী পেশার মানুষের সাথে কথা বললে তাদের মধ্যে শতকরা ৭০-৮০ জন মানুষ উন্নয়নের প্রতীক শ্রমিকের প্রতিক কৃষকের প্রতিক সাধারন মানুষের প্রতিক ঢোল মার্কার প্রতি সমর্থন জানিয়েছেন। চেয়ারম্যান প্রার্থী জনাব আলী আহমেদ মুরাদ বলেন, শ্রীপুর দঃ ইউনিয়ন বাসির মার্কা ঢোল, উন্নয়নের মার্কা ঢোল। জনতার একাগ্রতা-উচ্ছাস এরিই প্রমান বহন করে।আমার কোন চাওয়া পাওয়া নেই এলাকার উন্নয়ন এবং সাধারন মানুষের মুখে হাসি ফুটানোই আমার মুল লক্ষ। ইনশাল্লাহ শ্রীপুর দঃ ইউনিয়নের জনতার বিজয় সুনিশ্চিত।
সুনামগঞ্জ জেলা বি এনপির সাংগঠনিক সম্পাদক তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা মধ্যনগরের জনসাধারনের প্রানের স্পন্দন যাকে নিয়ে আগামী দিনে স্বপ্ন দেখে সাধারন জনতা, বি এনপির দুর্দিনের একমাত্র কান্ডারী, হাওর এলাকার গনমানুষের নেতা জনাব কামরুজ্জামান কামরুল বলেন নিরপেক্ষ নির্বাচন হলে আমাদের প্রার্থীরা বিপুল ভোটে বিজয়ী হবে কারন আমরা জনগনের কথা বলি, জনগন পরিবর্তন চায়, অন্যায় অভিচার থেকে মুক্তি চায়, আগামী ৭ ই ফেব্রুয়ারী শ্রীপুর দঃ ইউনিয়নের জনগন ঢোল মার্কায় ভোট দিয়ে জনতার রায়ের প্রতিফলন ঘটাবে এটা আমার বিশ্বাস।
জনাব আলী আহমেদ মুরাদ নিজের জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী বলে জানান। এ সময় তিনি অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়ার জন্য নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.